“ফেডারেশন অব আই.টি.এফ বাংলাদেশ” আয়োজিত কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

আইটিএফ’র নতুন কার্যকরী পরিষদ কমিটির সভাপতি চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের সাথে সদস্যরা- আব্দুল হান্নান (কাজল )

“ফেডারেশন অব আই.টি.এফ বাংলাদেশ” আয়োজিত কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ২ নভেম্বর ২০২৪ শনিবার বিকেল ৫ টায় নগরীর কেআরএস কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইটিএফ প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক মো: আলী আকবর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- মনির উদ্দীন নজরুল।

এতে নতুন কার্যকরী পরিষদ কমিটির সভাপতি হিসেবে আন্তর্জাতিকভাবে দায়িত্ব পেলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, তিনি অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রেখে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ মহসিন-সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ, সাবেক ভারপ্রাপ্ত পিপি- চট্টগ্রাম জজ কোর্ট, প্রধান বক্তা হিসেবে ছিলেন সিহান অজয় দে’- অধ্যক্ষ ও প্রধান প্রশিক্ষক- অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজ, মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুহাম্মদ আব্দুল আজিজ-বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এপিপি- চট্টগ্রাম জেলা ও দায়রাজজ আদালত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:মো: শফি, ইন্টারন্যাশনাল উশু জাজ এন্ড কোচ। সার্জেন্ট (অব:) এইচ এম মিজানুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী। নাছির উদ্দীন নাসিম, প্রধান প্রশিক্ষক- ফাইটার কারাতে ক্লাব। এছাড়া আরও উপস্থিত ছিলেন কারাতে রেফারি আব্দুল হান্নান ( কাজল ) গাজী কারাতে ক্লাব’র প্রশিক্ষক ও রেফারি গাজী মোঃ ইউনূস, মোহাম্মদ সাজ্জাদ হোসেন- প্রধান প্রশিক্ষক -চট্টগ্রাম শাওলিন উশু স্কুল, সিনিয়র প্রশিক্ষক আফতাব ফরহান, ফখরুল ইসলাম বিটু, রাখাল দাস, মো: মাসুম, সাইদ চৌধুরী জনি সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেয়ার করুন