
বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গণতান্ত্রিক দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। এতো দীর্ঘ সময় ধরে দেশটিতে এই রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকার পেছনে মূল কারণ হল, জনমনে নির্বাচনের গ্রহণযোগ্যতা ও বস্তুনিষ্ঠতা। তা সত্ত্বেও, সব নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে নয়।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ২০০ বছরের ইতিহাসে অন্তত তিন বার নির্বাচনের ফল নিয়ে হয়েছে বিতর্ক।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে।