
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) :”শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ” শীর্ষক কর্মশালা বুধবার সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি এই কর্মশালাটি পরিচালনা করে। এ উপলক্ষে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ, সীতাকুণ্ড এম এ কামিল মাদ্রাসা, ছোট কুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজ, বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজ এর ছাত্র-ছাত্রীদের সঙ্গে বিনিমময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসেইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফসার জুয়েল ও সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইকবাল বাহার, উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী সেলিম উদ্দিন, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌর ছাত্রদলের আহবায়ক ইসমাঈল হোসেন সিরাজি, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু প্রমুখ।
সীতাকু- কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফ আলী জিকুর সভাপতিত্বে সঞ্চালনা করেন সদস্য সচিব সাজ্জাদ হোসেন শাকিল। একই দিন সকালে কলেজ ক্যাম্পাসে বৃক্ষ রোপন করে উৎসাহ প্রদান করে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ।