সীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : দীর্ঘ এক দশকের বেশি সময় পর শহীদ জিয়া ও আরাফাত কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করেছে কুমিরা ইউনিয়ন বিএনপি।
শুক্রবার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী উক্ত ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্টে উপজেলার ৩২ টি টিম অংশ নেয়। টুর্ণামেন্ট উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জহুরুল আলম জহুর।

কুমিরা ইউনিয়ন যুবদলের দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাবউদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি ইউছুপ নিজামী, উত্তর জেলা বিএনপির সদস্য দিদারুল ইসলাম মাহমুদ, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরছালিন, উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল, পৌর বিএনপির সদস্য সচিব ছালে আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, যুগ্ম আহবায়ক সোলায়মান রাজ, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কোরবান আলী শাহেদ, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ বিভাগের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত যুব বিভাগের কুমিরার সভাপতি এজাহার মিয়া,খেলা পরিচালনা কমিটির আহবাযক এস এম ইব্রাহিমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উদ্বোধনী খেলায় রাইজিং স্টার আলেকদিয়া ও মছজিদ্দা একাদশ ১-১ গোলে ড্র করে।
উল্লেখ্য লায়ন আসলাম চৌধুরী এফ.সি.এ এর উৎসাহে
দীর্ঘ এক দশক পর শহীদ জিয়া ও আরাফাত কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। মরহুম তফজ্জল আহম্মদসহ বহু সাবেক ক্রীড়াবীদ, ক্রীড়া সংগঠক ছিলেন যারা ক্রিড়াঙ্গণকে ঢেলে সাজাতে চেয়েছিলেন। আয়োজকরা জানান, খেলাধুলার প্রসার ও মান উন্নয়নে এই ধরনের টুর্নামেন্ট খুবই প্রয়োজন

শেয়ার করুন