
একটি অনাকাঙ্ক্ষিত ও ঘড়যন্ত্র মুলক ঘটনার সম্মুখিন হয়ে আজ আমার স্বামী ও একাধিক নিকট আত্মীয় ফেরারী জীবন যাপন করছেন প্রকাশ্য দিবালোকে কোন ঘটনা না ঘটলেও রাতের অন্ধকারে আষাড়ে গল্প রচনা করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে যা মিথ্যা প্রমাণিত হবে বলে আমাদের বিশ্বাস।
সোমবার ( ২৩ ডিসেম্বর ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এসব কথা বলেন ভুক্তভোগী হুসায়রা আক্তার। তিনি আরো জনান, সেদিনের ঘটনা ও তথ্য প্রমান আপনাদের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে আজ আপনাদের দ্বারস্থ হয়েছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৩নং খানখানাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ডোংরা এলাকার বি.বি. চৌধুরী বোডস্থ চার রাস্তার পূর্ব-উত্তর রাস্তার পাশে আমার শ্বশুর মৃত আবুল কালামের জমি রয়েছে। যা উত্তোরাধিকার সূত্রে আমার শ্বাশুড়ি, আমার স্বামী লিয়াকত আলী এবং তাঁর ভাই শওকত আলী, নবান আলী ও বোনের মালিকানা রয়েছে। আমার স্বশুরের মৃত্যুর পর সংসারের হাল ধরতে আমার স্বামী লিয়াকত ও ভাসুর শওকত বিদেশে কর্মরত থাকাবস্থায় স্থানীয় মোহাম্মদ শরীফ ও তার পরিবার উক্ত জমিতে একতলা ভবন নির্মান করে। বিগত কয়েক মাস পূর্বে আমার স্বাশুড়ির মৃত্যুতে পরিবারের সকল ভাই-বোন একত্রিত হলে উক্ত জমি উদ্ধারে সামাজিক ভাবে শালিস বিচারের আবেদন করো পরবর্তিতে এই বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার দিদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। মোহাম্মদ শরীফ গং এর পক্ষে তাদের খালাত ভাই মোস্তাফিজ মধ্যস্ততাকারী হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন। সর্বশেষ গত ১৬ ডিসেম্বর উভয় পক্ষের সার্ভেয়ার এনে জমি পরিমাপ করে চিহ্নিত করার বিষয়ে সিদ্ধান্ত হয়। একই সাথে সালিশকারদের পক্ষ থেকে আরো একটি নিরোপেক্ষ সার্ভেয়ার উপস্থিত থেকে জমি পরিমাপের সিদ্ধান্ত হয়। গত ১৬ ডিসেম্বর এই সিদ্ধান্তের উভয় পক্ষের সম্মতিতে একখানা লিখিত কাগজ সাক্ষরিত হয়েছে যা আপনাদের প্রদান করা হয়েছে। সেই মোতাবেক আমার স্বামী, ভাসুর আর দেবরের পক্ষে একজন সার্ভেয়ার যার নাম আব্দুল হাফেজকে নিয়ে জমির স্থলে উপস্থিত হয়। যথা সময়ে সালিশকার ও মধ্যস্ততাকারি ৪নং ওয়ার্ডের মেম্বার দিদার ও আনোয়ার উপস্থিত হন। এসময় নিহত মোহাম্মদ শরিফ তার দুই ভাই, ভাই পো ও তাদের পক্ষের মধ্যস্থতাকারি মোস্তাফিজ উপস্থিত হলেও তারা কোন সার্ভেয়ার নিয়ে উপস্থিত হন নাই। এমতাবস্তায় প্রতিপক্ষের মধ্যস্ততাকারী রাতে মোহাম্মদ শরীফ গংদের সাথে আলাপ করে পরবর্তীতে তারিখ জানাবে বলেন। এই পরিস্থিতিতে সালিশকারেরা সেদিনের মতন শালিস মূলতবি করে আমার স্বামী ও ভাসুর আমাদের পক্ষের সার্ভেয়ার আব্দুল হাফেজকে নিয়ে নিজ ঘরে ফিরে আসেন। সার্ভেয়ার সহ অন্যান্যরা আমাদের ঘরে দুপুরের খাবার খেয়ে যার যার গন্তব্যে চলে যান। দুপুর বেলা জানতে পারি মোহাম্মদ শরিফ ঘটনাস্থলে তার একতলা ভবনের পাশে মাথা ঘুরে পড়ে গিয়েছেন। পরবর্তিতে স্থানীয়দের মারফত জানা গেছে মোহাম্মদ শরিফ সেখানে পড়ে যাওয়ার পর নিজে স্থানীয় কামালকে ডেকে তাকে বাসায় পৌছে দিতে বলেন। এসময় কামাল অদূরে মোহাম্মদ শরীফের ভাই হাসান শরীফকে দেখে তাকেও ডেকে নেন। এসময় পার্শ্ববর্তি দোকানের মালিক জাহাঙ্গীর ও মোঃ মিয়া এগিয়ে আসেন। পুরো সময় এই তিনজন ব্যক্তি এবং মোঃ শরিফের তাই হাসান শরিফ ছাড়া কেউ উপস্থিত ছিল না।
উল্লেখ্য দোকানদার জাহাঙ্গির মোহাম্মদ শরিফ গংদের বিরোধপূর্ণ ভবনেরই একটি দোকানের ভাড়াটিয়া। একাধিক ভিডিওতে উল্লেখিত তিনজন ও নিহতের ভাই হাসান শরীফ বিষয়টি স্বীকারও করেন। উদ্ধারকারীদের ভাষ্য মতে মাটিতে পড়ে থাকা মোহাম্মদ শরীফ এসময় জামা কাপড়ে পায়খানা প্রস্রাব করে দিয়েছিলেন। স্থানীয় ৩ জন একাধিক ভিডিওতে বলেছেন মাটিতে পড়ে থাকা মোহাম্মদ শরীফ তাদেরকে তাকে বাসায় পৌঁছে দিতে বলেন এবং তার পকেটে থাকা টাকার কথা বলেন যে টাকা পরবর্তিতে মোহাম্মদ শরিফের ভাই হাসান শরীফ নিজ জিম্মায় নিয়েছিলেন। এছাড়া মোহাম্মদ শরীফ আর কোন কথা কিংবা তাকে কেউ মেরেছে মর্মে অভিযোগ উক্ত তিনজন প্রত্যক্ষদর্শীর সামনে বলেননি। অসুস্থ মোহাম্মদ শরীফকে প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসক এস এ রাসেলের কাছে নিয়ে গেলে তিনি রোগীর কোন প্রেসার পাচ্ছেন না বলে জানিয়ে দ্রুত তাকে চমেক হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরবর্তিতে একটি গণমাধ্যমে হয়রানি মূলক মিথ্যা তথ্য প্রচার করে আমদের পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দায়ের করে। আর সব বানোয়াট তথ্য দেয়া হয়েছে এবং আমাদের পরিবারের অনেক ক্ষতি হয়েছে।
আমি আজ সংবাদ সম্মেলন করেছি ন্যায় বিচারের স্বার্থে ও নিরোপেক্ষ তদন্ত কামনায়। আপনারা সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশাসন ও অর্ন্তবর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করছি ন্যায় বিচারের জন্য এবং মিথ্যা মামালা প্রত্যাহারের জন্য।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা।