বিগত ৬/৪/২০২৫ ইং তারিখে “পাক্ষিক উত্তর চট্টলা” অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদ “সীতাকুণ্ডে মসজিদ কমিটির সভাপতিকে অব্যাহতি দেওয়ায় হামলা, থানায় অভিযোগ” শিরোনামের সংবাদে আমার মক্কেল আলহাজ্ব মোঃ জহির উদ্দিন (বাবুল), পিতা- সামসুদ্দোহা, সাং- দক্ষিণ সোনাইছড়ি, ওয়ার্ড নং-০৫, সামসুদ্দোহার বাড়ী, ডাকঘর-শীতলপুর, থানা-সীতাকুণ্ড, চট্টগ্রাম এর দৃষ্টি গোচর হইয়াছে। আমার মক্কেল আলহাজ্ব মোঃ জহির উদ্দিন (বাবুল) এর পক্ষে আমি নিম্ন স্বাক্ষরকারী আইনজীবী উক্ত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। আমার মক্কেলের পারিবারিক সামাজিক ও ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হইয়া কুচক্রী মহলের ইন্ধনে উক্ত সংবাদ প্রকাশিত হয়। আমার মক্কেলকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং মানহানি করার কুমানসে কথিত সংবাদ প্রচারের প্রেক্ষিতে আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তা সরাসরি প্রত্যাখ্যান করছি।
প্রকৃত বিষয় এই যে, আমার মক্কেল আলহাজ্ব মোঃ জহির উদ্দিন (বাবুল) একজন সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে এলাকায় সুনামের সহিত বসবাস করছেন এবং সেই সুবাদে স্থানীয় ফুলতলাস্থ বাইতুল আমান জামে মসজিদের বর্তমান সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মসজিদ কমিটির সভাপতি হিসাবে আমার মক্কেল বিগত ১২/৪/২০২৪ইং তারিখে পরবর্তী দুই বৎসরের জন্য সর্বসম্মতভাবে সভাপতি নির্বাচিত হয়। উক্ত বৈঠকে এলাকার বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ সহ তৎকালীন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে সর্বসম্মতভাবে আমার মক্কেলকে সভাপতি নির্বাচিত করা হয়। আমার মক্কেল মসজিদের সভাপতি হিসাবে মসজিদের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করেছেন যাহা সচরাচর দৃশ্যমান অবস্থায় রহিয়াছে। আমার মক্কেল বর্তমান সভাপতির মেয়াদ ১ বৎসর থাকাবস্থায় তাহার অজ্ঞাতে ও বিনানুমতিতে বিগত ৪/৪/২০২৫ ইং তারিখ বাদে এশা মসজিদের মোতোয়াল্লী তাহার একক সিদ্ধান্তে মসজিদের কমিটি বাতিলের সিদ্ধান্ত মুসল্লিদের অবহিত করাইলে উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীবৃন্দ উক্ত সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন মাত্র। সংবাদে প্রকাশিত অতিরঞ্জিত কোন ঘটনা কখনো সংগঠিত হয় নাই। উল্লেখিত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর সংবাদ প্রদান হইতে বিরত থাকার জন্য অনুরোধ করা হইল। অন্যথায় আমার মক্কেল সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য থাকিবেন।
ধন্যবাদান্তে-
(আনোয়ারুল আলম খোকন)
এডভোকেট
সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ এন্ড স্পেশাল পাবলিক প্রসিকিউটর
প্রশাসনিক ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। 01818 096005