এপেক্স ক্লাব অব বান্দরবানের ২০তম পালাবদল অনুষ্ঠান;প্রেসিডেন্ট মুজিবুর রশীদ – সেক্রেটারী এপেক্সিয়ান ক্যা মং হ্লা

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: এপেক্স ক্লাব অব বান্দরবানের ২০তম পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১এপ্রিল) সকালে বান্দরবানের পর্যটন মোটেল এর হলরুমে বর্নাঢ্য আয়োজনে এই ২০তম পালাবদল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
এসময় এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম সায়েম টিপু, এপেক্স বাংলাদেশের এন.ভি.পি এপেক্সিয়ান মাকছুদুর রহমান, এপেক্স বাংলাদেশের পি.এন.পি এপেক্সিয়ান মোঃ আব্দুল মতিন সিকদার, এপেক্স বাংলাদেশের লাইফ গর্ভনর এপেক্সিয়ান হাবিবুর রহমান, এপেক্স বাংলাদেশের ডি.জি ৩ এপেক্সিয়ান দিলীপ কুমার বড়ুয়া, আই.পি.ডি.জি চেয়ারম্যান এপেক্সিয়ান জাহাঙ্গীর হোসেনসহ এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব চিম্বুক, এপেক্স ক্লাব অব ফাইতং এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব বান্দরবানের ২০২৫ সাল এর দায়িত্ব পালনের জন্য প্রেসিডেন্ট হিসেবে মো.মুজিবুর রশীদ ও সেক্রেটারী হিসেবে এপেক্সিয়ান ক্যা মং হ্লা মার্মাকে মনোনীত করা হয় এবং তাদের নিকট দায়িত্বভার বুঝিয়ে দেয় এপেক্স ক্লাব অব বান্দরবানের সাবেক প্রেসিডেন্ট এপেক্সিয়ান বাবলা বৈদ্য।

শেয়ার করুন