সীতাকুণ্ডে আনন্দ শোভাযাত্রা শেষে ইউএনও ফখরুল ইসলামের বৈশাখী মেলা উদ্বোধন

হাকিম মোল্লা, সীতাকুণ্ড ( চট্টগ্রাম) : পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বৈশাখী ও লোকজ মেলার উদ্বোধন করা হয়েছে।

মেলা ছাড়াও বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে সীতাকুণ্ডে।

এ উপলক্ষে সোমবার সকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শেষে উপজেলা অডিটোরিয়ামে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলা কাবাডি  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শেয়ার করুন