লামায় মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তনের দাবীতে মানববন্ধন
ত্রাণ চাই না-মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তন চাই

বান্দরবানের লামা মাতামুহুরী নদীর গতিপথ পরির্বতনের দাবীতে মানববন্ধনে উপস্থিত রয়েছেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরী। ছবি : প্রতিনিধি

“ত্রাণ চাই না-মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তন চাই’ এই শ্লোগানে মানববন্ধন কর্মসুচী পালন করেছে লামা পৌরসভার সর্বস্তরের মানুষ। বান্দরবানের লামা পৌরসভাসহ আশেপাশের এলাকায় ঘন ঘন বন্যায় বছরে কয়েকবার পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য নাগরিক ফোরাম, ব্যবসায়ী সমাজ ও যুব সমাজ সম্মিলিতভাবে সোমবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

দাবীর প্রতি সমর্থন জানিয়ে মানববন্ধনে অংশ নেন লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াই নু অং চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।  মানববন্ধনশেষে নাগরিক ফোরামের পক্ষ থেকে মাতামুহুরী নদীর গতিপথ পরির্বনের জন্য লামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হয়।

বন্যার কবল থেকে বাঁচতে বান্দরবানের লামা মাতামুহুরী নদীর গতিপথ পরির্বতনের দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনের একাংশ। ছবি : প্রতিনিধি

এ সময় লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়–য়া, নাগরিক ফোরামের সভাপতি কামরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

লামা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাপান বড়ুয়া বলেন, লামা বাজারে ৭ শতাধিক বিভিন্ন পণ্যের দোকান রয়েছে। গত কয়েক বছর ধরে ঘন ঘন বন্যার কারণে দোকানপাট পানিতে ঢুবে যাওয়ায় মালামাল নষ্ট হওয়াসহ আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। তিনি আরো জানান, ক্ষুদ্র ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক থেকে এসএমই ঋণ এবং এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করে ঘর সংসার চালাতেন। প্রতি বছর কয়েক দফা বন্যায় ক্ষতি পোষাতে না পেরে অনেক ব্যবসায়ী ব্যবসা পাতি বন্ধ করে নিরুদ্দেশ হয়েছেন।  বন্যার কবল থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকার ববৃহত্তর স্বার্থে ব্যবসায়ীদের পক্ষ থেকে মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তনের দাবী জানান তিনি।

বান্দরবানের লামা মাতামুহুরী নদীর গতিপথ পরির্বতনের দাবীতে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন। ছবি : প্রতিনিধি

মুক্তিযোদ্ধ কমান্ডার শেখ মাহবুবুর রহমান বলেন, লামাবাসীর দুঃখ মাতামুহুরী নদী। নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় এবং দুঃখ সুখ্য পাহাড় এলাকায় নদী সরু থাকার কারণে সামান্য বৃষ্টিতে নদীর পানি বাজারে উঠে যায়। যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ব্যবসা প্রতিষ্টানসহ বাড়ী-ঘরের ব্যাপক ক্ষতি হচ্ছে। জনগনের দুঃখ দুর্দশা দুর করার জন্য নদীর ড্রেজিং এবং গতিপথ পরিবর্তন অত্যন্ত জরুরী। মাতামুহুরী নদীর গতিপথ পরিবর্তন করা হলে এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে বলে জানান তিনি।
বক্তারা আরো বলেন, লামায় ৫-৭ বছর আগে এ ধরনের বন্যা হতো না। কিন্তু এখন প্রতি বছর বর্ষা আসলে মানুষের মনে বন্যার আতংক দেখা দেয়।  সামান্য বৃষ্টি হলেই লামার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। গত বছর দেড় মাসে পর পর ৪ বারের বন্যায় মানুষ দিশেহারা হয়ে পড়েছিল।  চলতি বছর শুরু থেকে ২১ দিনের মাথায় ২বার পানিতে তলিয়েছে লামা পৌর শহর। এতে একদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জানমালের ব্যাপক ক্ষতি অন্যদিকে শিশুদের পড়া লেখারও মারাত্বক ক্ষতি হচ্ছে। যারা বার বার বন্যায় আক্রান্ত হচ্ছেন তারা জানেন দুর্ভোগ কাকে বলে। ভুক্তভোগীরা বন্যার কবল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাতামুহুরী নদী খনন এবং গতিপথ পরির্বতনসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য  সরকারের কাছে জোর দাবী জানিয়েছেন।