চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে হারুয়ালছড়ি যুবদল,সেচ্ছাসেবকদল,ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিনিধি:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল’র যৌথ উদ্যোগে আগামী ১০মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম বিভাগীয় “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে হারুয়ালছড়ি ইউনিয়নে প্রস্তুতি সভা ৭মে বুধবার সন্ধ্যায় ইউনিয়ন যুবদল কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুদ্দীনের সভাপতিত্বে, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান লোকমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান, বিশেষ অতিথি হিসেবে হারুয়ালছড়ি ইউনিয়ন মৎসবীজিদলের নব নির্বাচিত সভাপতি মোঃ রমজান আলী,সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন,সহ সভাপতি মোঃ আলাউদ্দিন, ফটিকছড়ি উপজেলা জিসাস’র যুগ্ম আহ্বায়ক এনামুল হক, যুবদলের সিনিয়র সদস্য শামিম (প্রবাসী), মোঃ বেলাল সওঃ, বারেক, তৌহিদুল আলম বাবলু, ইকবাল, আকবর, লিটন, ইব্ররাহিম, হারুয়ালছড়ি ইউনিয়ন জাসাস’ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল সুমন, ইউসুফ, প্রমুখ।

সভা শেষে নবগঠিত হারুয়ালছড়ি মৎস্যজীবিদলের সভাপতি,সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করেন।

শেয়ার করুন