নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুণ সমাজ – বেলায়েত হোসেন বুলু

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলু বলেছেন, তরুণ প্রজন্মই আগামী দিনের বাংলাদেশ। আগামী দিনের নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে এদেশের তরুণ সমাজ। আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে, তা অনেকটাই তাদের ওপর নির্ভর করবে। তরুণরাই আমাদের জাতিসত্তার আগামীর সম্ভাবনা। তারুণ্যের শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। রাষ্ট্র গঠনে তাদের জায়গা করে দিতে হবে। আমরা যদি প্রতিটি স্তরে তাদেরকে নিরাপদ ভাবে গড়ে তুলি, বাস্তবতার আলোকে প্রযুক্তিগত শিক্ষা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে তারাই হবে জাতির শ্রেষ্ঠ সম্পদ।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ বলেন, আগামী ১০ মে চট্টগ্রামের পলোগ্রাউন্ডের মাঠে তারুণ্যের সমাবেশ হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাবেশ। এই সমাবেশের মধ্য দিয়ে আমরা ৪কোটি তরুণের লুন্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র মেরামতে যে ৩১দফা প্রণয়ন করেছেন তা বাস্তবায়নে আমাদের তরুণ সমাজকে সম্পৃক্ত করতে হবে। তরুণ প্রজন্মই আগামী দিনে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে। তাই তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে আমাদের এগিয়ে আসতে হবে।

০৯ মে (বৃহস্পতিবার) সন্ধ্যায় ০২নং গেইট জাতীয় বিপ্লব উদ্যানে ১০ মে তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষ্যে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের শফিউল আলম শফির সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন রুবেল এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক য্গ্মু সম্পাদক এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মহসিন কবির আপেল, মো. হাসান, তাজুল ইসলাম নয়ন, সাইফুল আলম দীপু, কামরুল হাসান, জসিম উদ্দিন, জাকির হোসেন মিশু। বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র য্গ্মু আহবায়ক নুরুল কবির পলাশ, যুগ্ম আহবায়ক মো. নান্টু, মো. কামাল,মেহেরাজ উদ্দীন, সদস্য আসাদুজ্জামান আজাদ, নাওশাদ, মো. হাসান, মিটু ফকির, মো.আরিফ, মো. ইমন, আরিফ আবিদ,আকাশ প্রমুখ।

শেয়ার করুন