নিজস্ব প্রতিনিধি:গাছ লাগায় পরিবেশ বাঁচায় এই স্লোগানকে সামনে রেখে খুলশী থানা যুবদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়। খুলশী থানা যুবদলের উদ্যোগে এই কর্মসূচি আরো ২ মাস চলমান থাকবে বলে জানানো হয়।
১৬ মে (শুক্রবার) নগরীর টাইগার পাস উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে শতাধিক গাছে চারা রোপণ করা হয়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল যুগ্ম আহব্বায়ক মোঃ আরিফুর রহমান সঞ্চালনায়, সভাপতিত্ব করেন খুলশী থানা যুবদল এর সাবেক আহবায়ক হেলাল হোসেন হেলাল।
উক্ত বৃক্ষরোপণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন চট্রগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আজমল হুদা রিংকু,সাবেক সহ সভাপতি, যুবদল মহানগর,আমজাদুল হাসান সাবেক সহ সভাপতি, মহানগর ছাত্রদল, দেলোয়ার হোসেন মহসিন সভাপতি, উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদ, মোঃরিয়াজুল ইসলাম কাজল সংগঠন, খুলশী থানা যুবদল ও সাধারণ সম্পাদক, উত্তর আমবাগান আদর্শ কলোনি সমাজ কল্যাণ পরিষদ। জহিরুল হাসান জীবন সভাপতি, জিয়া মঞ্চ, জামিল হোসেন সাবেক যুগ্ম আহবায়ক, খুলশী থানা যুবদল। মোঃ মূসা, জামাল, আকাশ ও শরীফ সংগঠক, খুলশী থানা যুবদল। মোহাম্মদ সোহেল ও শাহিন যুগ্ন আহবায়ক, ১৩ং ওয়ার্ড যুবদল জেসিন ও হায়দার, আকবারশাহ থানা ছাত্রদল।