গণতন্ত্র প্রতিষ্ঠা ও আসলাম চৌধুরী সহ সকল নেতাকর্মী মুক্তি দাবী
আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান রুহুল কবির রিজভীর

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবীতে “আসলাম চৌধুরী মুক্তি পরিষদ” এর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচীতে প্রশাসনের বাধা দেয়ার প্রতিবাদে তাৎক্ষনিক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের কারণে সংসদ কর্তৃক বিচারপতিদের ইমপীচমেন্ট ক্ষমতা ক্ষুন্ন হওয়ার কারণে নয়, আওয়ামীলীগের ক্ষমতা ক্ষুন্ন হওয়ায় তারা ক্ষুব্দ হয়েছে বেশী।

বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবীতে “আসলাম চৌধুরী মুক্তি পরিষদ” এর উদ্যোগে সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচীতে প্রশাসনের বাধা দেয়ার প্রতিবাদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী হলে সংগঠনের সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত তাৎক্ষনিক এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

মানব বন্ধন কর্মসূচীতে পুলিশ বাধা দেয়ায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে রিজভী বলেন, আওয়ামীলীগ নেত্রী ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যদি জনগণের ভোটে নির্বাচিত হত  তবে এধরনের কর্মসূচীতে ভয় পেত না। এই অনির্বাচিত সরকারের পায়ের নীচে মাটি নাই, তাই তারা সব কিছুতে ভয় পায় এবং অসহিঞ্চু হয়ে যায়।  তিনি বলেন বিএনপি নেতা কর্মীদের জীবন ও চলাচল আদালত ও কারাগারে সীমাবদ্ধ হয়ে পড়েছে।  তিনি প্রতিটি নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা প্রদানের কথা উল্লেখ করে বলেন, আসলাম চৌধুরী একজন ত্যাগী ও দেশপ্রেমিক নেতা হওয়া সত্বেও তাকে দেশদ্রোহী মামলার আসামী করা হয়েছে।  তিনি আসলাম চৌধুরীকে মুক্ত ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি নেতা-কর্মী ও জনগনকে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান।

প্রধান বক্তার ভাষণে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ইসরাইলী নাগরিকের উপস্থিতিতে ভারতের একটি সেমিনারে উপস্থিত থাকার জন্য আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে একই ধরনের মামলা হওয়া উচিত।  কারন তাদের নিযুক্তীয় রাষ্ট্রদূতও ইসরাইলী রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন।  সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিউল বারী বাবু, বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গনি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের জুয়েল।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোরসালিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সুশীল বড়ুয়া, বিএনপি নেতা ইসহাক কাদের চৌধুরী, অধ্যাপক ইউনুছ চৌধুরী, নুরুল আমিন, নূর মোহাম্মদ, আবদুল আওয়াল চৌধুরী, মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম ইউসুফ, মুক্তি পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ ইউসুফ নিজামী, হাসান মোঃ জসিম, ছোলায়মান মঞ্জু, শহিদুল আলম চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি ফেরদৌস মুন্না, নাজমুল হক, জয়নাল আবেদীন, শফিউল আলম চৌধুরী, ফোরকান উদ্দিন রিজভী, মোসলেহ উদ্দিন, নুরুল হুদা, ছাত্রদল নেতা আওরঙ্গজেব মোস্তফা, নুরুল হুদা সোহেল, ওসমান গনি, জাহেদুল আফসার জুয়েল, মনিরুল আলম জনি, আবু বকর সিদ্দিক, এজাহার মিয়া, মোঃ বখতিয়ার, মিজানুর রহমান রাজিব, হেলাল উদ্দিন, জিয়া উদ্দিন, রিদওয়ান ও রাসেল প্রমূখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন