বাঁশখালীতে আবহাওয়া ক্লা‌বের উ‌দ্বোধন ও আবহাওয়া দিবস উদযাপন

দে‌শের উপ‌জেলা পর্যা‌য়ের প্রথম আবহাওয়া ক্লাব চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবস্থিত বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ‌্যাল‌য়ে সোমবার, ১৯‌ মে-২০২৫ মেট ক্লাব উ‌দ্বোধন করা হয় একইসাথে বিশ্ব আবহাওয়া দিবসের (পরিবর্তিত সময়ে) বর্ণাড্য র‍্যালী ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO) অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন সার্বিক সহায়তায় ও রাইমস এর কা‌রিগ‌রি সহযো‌গিতায় ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) বাস্তবায়িত আবহাওয়া ক্লা‌বের উ‌দ্বোধন ও আবহাওয়া দিবস উদযাপনে সভাপ‌তিত্ব ক‌রেন বাঁশখালী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ জাম‌শেদুল আলম। প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা‌দেশ আবহাওয়া অ‌ধিদপ্তরের প‌রিচালক মো. ম‌মিনুল ইসলাম, বি‌শেষ অ‌তি‌থি উপস্থিত ছিলেন সেভ দ‌্য চিল‌ড্রেনের ডি‌রেক্টর ( হিউম্যানিটোরিয়ান) মো. মোস্তাক হো‌সেন, বাংলা‌দেশ আবহাওয়া অ‌ধিদপ্তরের উপ প‌রিচালক এস এম কামরুল হাসান, বাংলা‌দেশ আবহাওয়া অ‌ধিদপ্তরের আবহাওয়া‌বিদ ড.মুহাম্মদ আবুল কালাম ম‌ল্লিক, স্থায়ীত্বশীল উন্নয়ন সংগঠন ইপসার
প‌রিচালক (ন‌লেজ ম‌্যা‌নেজমেন্ট ফর ডে‌ভেলপ‌মেন্ট) মো. শাহজাহান, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষক এ. কে. এম মঈন উদ্দীন।

প্রধান অতিথি তাঁর বক্তব্য আবহাওয়া ক্লাব এর গুরুত্ব এবং ব্যবহারিক বিষয়ে আলোকপাত করে বলেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে মেটক্লাব প্রতিষ্ঠা সমগ্র বাংলাদেশে প্রথম সেই অর্থে এই বিদ্যালয়টি গৌরবের অংশীদার, এই ক্লাবটি সফল হলে এই বিদ্যালয়টি দেশ-বিদেশের অনেক জায়গায় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষার্থীরা আবহাওয়া বিষয়ক জ্ঞান অর্জন এবং দুর্যোগ মোকাবিলায় মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করে কার্যকর ভূমিকা পালন করবে সেটিই হবে মেট ক্লাবের সফলতা। এখান থেকে রেপ্লিকেট হয়ে মেটক্লাব বাংলাদেশে প্রতিটি জেলা- উপজেলায় ছড়িয়ে পড়বে বলেই আমার বিশ্বাস, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই কার্যক্রম পরিচালনায় সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

অনুষ্টা‌নের দ্বিতীয় পর্যায়ে উন্নয়ন কর্মী কল‌্যাণ বড়ুয়া ও নাট‌্যকর্মী কানাই লাল দা‌শের প‌রিচালনায় “পাহাড়ধ‌সে করণীয়” শীর্ষক এক নাটক বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ‌্যাল‌য়ের ছাত্রছাত্রী‌দের অংশগ্রহনে প‌রিবেশন করা হয়। এছাড়া পাহাড়ধস রো‌ধে করণীয় বিষয়ে চিত্রাংকন প্রতি‌যো‌গিতা অনু‌ষ্ঠিত হয়। এতে বিদ‌্যাল‌য়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ ক‌রে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান বিজয়ী সহ অংশগ্রহণকা‌রী সকলে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে। এইসময় সেভ দ‌্য চিল‌ড্রেন, রাইমস, ইপসা, সাধনপুর ইউপি মেম্বার, শিক্ষার্থী সহ নানা শ্রেনী পেশার লোকজন উপ‌স্থিত ছিলেন।

শেয়ার করুন