কমিউনিটি ক্লিনিক ও ৫ পরিবারের চলাচল রাস্তা অবমুক্ত করতে প্রশাসনের উদ্যোগ

অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া:আওয়ামী শাসন আমলে ফ্যাসিবাদীদের ইন্দনে চলাচলের রাস্তা বন্ধের কারণে ৫ পরিবার অবরুদ্ধ ছিল দীর্ঘদিন। ফলে স্বাস্থ্য বিভাগের ৩৯ লক্ষ টাকা ব্যায়ে অর্ধ নির্মানধীন কমিউনিটি ক্লিনিকটিও দীর্ঘ ১৬ মাস আটকে ছিল। কমিউনিটি ক্লিনিকসহ ৫ পরিবারের চলাচলের রাস্তা অবমুক্ত করার উপজেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।

জানাগেছে, রাঙ্গুনিয়া উপজেলার  হোসনাবাদ ইউনিয়নে ৮নং ওয়াডে ইকো পার্ক এলাকায় ২০২৩ সালে সরকারী ভাবে স্বাস্থ্য বিভাগের ৩৯ লক্ষ টাকা ব্যায়ে কমিউনিটি ক্লিনিক নির্মান কাজ শুরু হয়। প্রবীন সাংবাদিক হাবিবুর রহমানের ২০২১ সালে স্বাস্থ্য বিভাগকে দান করা ৮ শতক জমির উপর নির্মাণাধীন ক্লিনিকের কাজ চলাকালে প্রতিবেশী ২ পরিবারে মারামারি শেষমেশ মামলা মোকার্দ্দমায় গড়ায়। জনৈক জানে আলম প্রতিপক্ষকে ঘায়েল করতে চলাচলের রাস্তায় রাতারাতি পাকা দেয়াল নির্মাণ করে দেন।

এরপর থেকে একদিকে ৫টি পরিবার দীর্ঘ ১৬ মাস অবরুদ্ধ হয়ে পড়ে ঠিক একই ভাবে নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের কাজ ঠিকাদার অর্ধেকে ফেলে চলে যেতে বাধ্য হয়। আওয়ামী সরকার আমলে নেতা-পাতিনেতাদের চাপের মুখে ভুক্তভোগী পরিবার, ঠিকাদার, প্রকৌশলী, স্বাস্থ্য বিভাগের লোকজন অনেকটা অসহায় হয়ে পড়েন এবং চাপের মুখে আইনি সহযোগিতা পাইনি বলে এলাকার একাধিক সুত্রে জানাযায়।

বিগত আওয়ামী সরকারের পতনের পর ভুক্তভোগী পরিবার প্রধান প্রবীন সাংবাদিক হাবিবুর রহমান, দীর্ঘ ৮মাস ধরে প্রশাসনের সকল দরবারে প্রতিকার চেয়ে আবেদনের পর আবেদন করতে থাকেন। শেষ পর্যন্ত গত ১৮ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা রাঙ্গুনিয়া বরাবরে আবেদন জানানোর পর গত ২৩ মে স্বাস্থ্য বিভাগ সরেজমিন পরিদর্শন করে তদন্ত প্রতিবেদনের পর, ইউএনও ২৭ মে কমিউনিটি ক্লিনিকে যাওযার রাস্তা বিষয়ে সিদ্ধান্ত নিতে উভয় পক্ষকে সভাকক্ষে উপস্থিত থাকতে নির্দ্দেশনা দেন।

এব্যাপারে এলাকাবাসীদের সাথে কথা বলে জানাগেছে, বন্ধ করে দেয়া রাস্তাটি বহু পুরানো এবং তারা ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে এই রাস্তা দিয়ে চলাচল করেছেন। তারা অভিলম্বে জনস্বার্থে নির্মাণাধীন ক্লিনিকের যাওয়ার রাস্তা দ্রুত মুক্ত করে এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

শেয়ার করুন