নিজস্ব প্রতিনিধি :বন্দর পতেঙ্গা এলাকায় তীব্র যানজট নিরসনকল্পে “বন্দর ইপিজেড পতেঙ্গা সচেতন নাগরিক সমাজের” উদ্যোগে এক মতবিনিময় সভা ৬ জুলাই স্থানীয় লিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আব্দুল মাবুদ সওঃ হাট দোকান মালিক সমিতির সেক্রেটারী আলহাজ্ব আমিন সওদাগর।
প্রোগ্রামের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখের বিশিষ্ট ব্যাংকার নিজাম উদ্দীন মামুন। মতবিনিময় সভায় উম্মোক্ত আলোচনা পর্বে উপস্থিত জনতা নিত্যদিনের অসহনীয় যানজটের কারণে অত্র এলাকার লক্ষ লক্ষ মানুষের অবর্ণনীয় দূর্ভোগ, সীমাহীন কষ্ট ও অর্থনৈতিক ক্ষতিসহ ঘন্টার পর ঘন্টা সময় নষ্টের কথা তুলে ধরেন এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত গণ্যমান্য বক্তিবর্গগন আলোচনাকালে বলেন, এ যানজট শুধুমাত্র বন্দর ইপিজেড ও পতেঙ্গার সমস্যা নয়, এ সমস্যা এখন জাতীয় সমস্যার রূপধারণ করেছে।
বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর, শিল্পাঞ্চল ইপিজেড, পতেঙ্গা আন্তর্জাতিক বিমান বন্দর ও দেশের গুরুত্বপুর্ণ জ্বালানী তেল সেক্টরসহ বেশকিছু সরকারী স্থাপনা এ অঞ্চলে অবস্থিত। এ সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছে। নিত্যদিনের তীব্র যানজটের কারণে একদিকে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়ছে এবং অত্র অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ চরম দূর্ভোগের স্বীকার হচ্ছে।
বক্তারা এ অসহনীয় যানজটের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানান। সভায় যানজট নিরসনকল্পে সর্বসম্মতিক্রমে আগামী ২৪ জুলাই বন্দর ইপিজেট পতেঙ্গা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করা হয়।
মতবিনিময় সভায় বিশিষ্ট শিল্পপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডোর পরিচালক মোঃ মনজুর আলম (মন্জু), বিশিষ্ট চিকিৎসক ডাঃ নুরুল আলম। বন্দর থানা সিটিজেন ফোরামের সভাপতি আলহাজ্ব মোঃ হানিফ সওদাগর, ইপিজেড থানার সিটিজেন ফোরামের সভাপতি আলহাজ্ব রোকন উদ্দীন মাহমুদ, বিশিষ্ট শিল্পপতি ইন্তেকাবুল আলম (কাবু), ডাঃ হাবিবুর রহমান, কলতান সংঘের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজির আহমদ, ইপিজেড থানা সিটিজেন ফোরামের সেক্রেটারী মোঃ মুজিবুল হক (বকুল), এডভোকেট মোঃ সাহেদ, ইউসুফ রেজা মিন্টু, মোঃ তাজউদ্দীন, অধ্যক্ষ মাসুদ রানা, মুহাম্মদ জহির উদ্দীন, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ নাহিদ, মোঃ ফয়সাল, আব্দুল্লাহ উমর বাহাদুর সহ দলমত নির্বিশেষে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।