মাইলস্টোনে দুর্ঘটনায় নিহতদের স্মরণে সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের মিলাদ ও দোয়া মাহফিল

সীতাকুণ্ড উপজেলা জামে সমজিদে নিহতের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল।

হাকিম মোল্লা, সীতাকুণ্ড : রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ।
মঙ্গলবার (২২ জুলাই) সীতাকুণ্ড উপজেলা পরিষদ জামে মসজিদে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হাবিবুল্লাহ্, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোতাছিম বিল্লাহ্ ও জোবাইদিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল কবির,সীতাকুণ্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তাহের ও সাধারণ মানুষ অংশ নেন। মিলাদ শেষে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখন পর্যন্ত আইএসপিআর এর তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত এবং ১৬৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শেয়ার করুন