সাতকানিয়ায় মাদক কারবারির হামলায় প্রবাসী গুরুতর আহত, অস্ত্র উদ্ধার

আবুল কাশেম আযাদ:সাতকানিয়ায় মাদক কারবারিদের হামলায় এক প্রবাসী গুরুতর আহত হয়েছে। স্হানীয়রা ঘটনাস্থল থেকে এক নলা বন্দুক উদ্ধার করে থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় উপজেলার এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় আবু বকর (৪৫) নামক এক প্রবাসী গুরুতর আহত হয়েছে।
স্থানীয়রা জানান, এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, পলাতক আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম মানিকের লালিত সন্ত্রাসী পিচ্চি মিজান ও আব্দুর রহিম ডালিমের নেতৃত্বে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলে আসছিল। কিছুদিন আগে পিচ্চি মিজান গ্রেপ্তার হয়। ডালিমের মাদক সিন্ডিকেটকে এলাকাবাসী ধাওয়া করলে ৮ নম্বর ওয়ার্ডের আলী চাঁন পাড়ার প্রতিবাদী জনতা প্রতিরোধ করলে ক্ষিপ্ত হয়ে ৯ নম্বর ওয়ার্ডের নেয়ামত আলী পাড়ার আয়ুব আলীর পুত্র আব্দুর রহিম ডালিম (৩৮) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী বুধবার রাতে আলী চাঁন পাড়ার প্রতিবাদী জনতার উপর সশস্ত্র হামলা চালায়। এতে উক্ত এলাকার মৃত নুর হোসেনের পুত্র আবু বকর (৪৫) গুরুতরভাবে আহত হন। তিনি উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার আবু তাহেরের ভাই। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থা আশংকা জনক হলে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হামলাকারীদেরকে ধাওয়া করে স্থানীয়রা একটি এক নলা বন্দুক জব্ধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে তা তাদের হেফাজতে সোপর্দ করা হয়।
ঘটনাস্থল হতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম বলেন, ডালিম আগে থেকে মাদক ব্যবসায়ী। তার ব্যবসায় ব্যাঘাত ঘটায় এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছি।
উল্লেখ্য, এওচিয়া একটি সন্ত্রাস কবলিত জনপদ। এ এলাকার আওয়ামী সন্ত্রাসীরা এখন একটি বিশেষ গ্রুপের ছত্র ছায়ায় সন্ত্রাস, চাঁদাবাজী ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। একজন সাবেক ইউপি চেয়ারম্যানকে কেন্দ্র করে উক্ত সন্ত্রাসী গ্রুপটি পরিচালিত হয় বলে স্থানীয় জনতা নিশ্চিত করেছে।
শেয়ার করুন