গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী
শেখ হাসিনার অধীনেই ইসি স্বাধীনভাবে নির্বাচন করবে

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করবেন মুক্তিযোদ্ধারা।  কারণ তারা অস্ত্র জমা দিলেও, ট্রেনিং জমা দেননি।  শেখ হাসিনার অধীনেই সরকার এবং নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে। তিনি  মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গাজীপুরের কালীগঞ্জ বাজার সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনশেষে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে এদেশের মুক্তিকামী মানুষ দেশের জন্য প্রাণ দিতে ঝাঁপিয়ে পড়েছিল।  আওয়ামী লীগ সরকার এদেশের স্বাধিকার আন্দোলন সংগ্রামের নায়কদের মূল্যায়ন করেছে এবং করবে।  তাই মুক্তিযোদ্ধারা অকৃতজ্ঞ নন।  তারা আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যার জন্য প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবেন।

বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়নের প্রতিচ্ছবি যদি বাংলার সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় তাহলে পুনরায় ক্ষমতা থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনোভাবে সরানো সম্ভব হবে না।

বিশেষ অতিথি সাবেক সাংসদ ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতার উজ্জামান বলেন, মুক্তিযুদ্ধের পতাকা, বাংলার স্বাধিকার আন্দোলন সংগ্রামের পতাকা। তাই পুনরায় শপথ নিতে হবে কোনো পরাজিত শক্তি যেন এই পতাকাকে নিচে নামাতে না পারে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-কাজী মোজাম্মেল হক, মুক্তিযুদ্ধের সংগঠক কেবিএম মুফিজুর রহমান খান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা গনি ভূঁইয়া ও এবিএম তারিকুল ইসলাম।

এ সময় গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আবুবকর সিদ্দীক, তাসলিমা রহমান লাভলী, আওয়ামী লীগ নেতা আশরাফী মেহেদী হাসান, মাজেদুল ইসলাম সেলিম, আহমেদুল কবির, শাহআলম দেওয়ানসহ কালীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।