
খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল এলাকায় সোমবার (১৭জুলাই) সকাল ১০টার দিকে থ্রি হুইলার-মিনি ট্টাক মুখোমুখী সংঘর্ষে দীঘিনালা উপজেলার তারাবুনিয়া গ্রামের অন্তরা চাকমা গৌরিকা (৩৮) নামে এক মহিলা নিহত হয়। নিহতের লাশ সনাক্ত করে তার স্বামী সুরেজ চাকমা।
খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. শাহ নুর জানান, সকালে দীঘিনালা উপজেলা থেকে থ্রি হুইলারটি জেলা সদরে আসার পথে বিপরিত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনা স্থলে থ্রি হুইলারে থাকা যাত্রী অন্তরা চাকমা ঘটনাস্থলে প্রাঁন হারায়। এ সময় ট্রাক চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দীঘিনালা এলাকা থেকে ট্রাক চালক আবু তাহেরকে আটক করে পুলিশ। এ ঘটনায় থ্রি হুইলার চালক ও ট্রাকের হেলাপার পলাতক রয়েছে বলেও জানান ওসি।
দুর্ঘটনার পর পর পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে। আহত জ্যোৎস্না চাকমা, সুমিতা চাকমা কে সদর হাসপাতালে ভর্তি করে।