আনোয়ারায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৪

আনোয়ারায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। উপজেলার কালাবিরি দীঘি মোড়ে মঙ্গলবার বিকেল পৌণে ৪টায় এ দুর্ঘটনা ঘটে। তবে, দুই গাড়ির চালকেরা পালিয়ে গেলেও পুলিশ গাড়ি দুটি জব্দ করেছে।

আনোয়ারা থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বাঁশখালীগামী একটি বাসের সঙ্গে মইজ্জ্যারটেকগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে বিকাশ শীল (২০) নামের এক কলেজছাত্র নিহত ও অপর ৫ জন আহত হন। শিপ্রা শীল (১৬), সুখেন্দু বিকাশ শীল (৫০), বাপ্পী শীল (৩০) সনজিৎ শীল (৪০) ও মো. ইছমাইল (১৮) আহত হন। আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পী শীল মারা যায়।

সূত্র আরো জানায়, বাঁশখালী থেকে বাপ্পী শীলের বাবার বাড়ী থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে। তবে, ঘটনার পর চালকেরা পালিয়ে যায়। পুলিশ গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে যায়।

দুর্ঘটনার ব্যাপারে আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, বাঁশখালীগামী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সিএনজির মুখোমুখি সংঘর্ষ লাগলে হতাহতের ঘটনা ঘটে। দুই গাড়ির চালকেরা পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন