আনোয়ারায় পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ

টানা ভারী বর্ষণ, অস্বাভাবিক জোয়ার ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আনোয়ারা উপজেলার প্রত্যন্ত এলাকায় পানি বদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দি অবস্থায় দিনযাপন করছে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। পাহাড়ি ঢল ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে অধিকাংশ নিম্মাঞ্চল। তাছাড়া উপকূলীয় এলাকায় কয়েক স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করছে লোকালয়ে। অধিকাংশ স্লুইস গেট বিকল থাকায় পাহাড়ি ঢলের পানি নদীতে নামতে পারছে না। যার কারণে স্বাভাবিক পানির স্রোত ব্যাহত হচ্ছে। বন্যার পানি এলাকায় জমে থাকায় মানবদেহে ছড়াচ্ছে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট।

এদিকে দমকা ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলের অধিকাংশ এলাকা স্বাভাবিক জোয়ারের চাইতে ২ থেকে ৩ ফুট উচ্চতায় অতিরিক্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। সব মিলিয়ে উপকূল ও পাহাড়ি এলাকার মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে।

জানা যায়, উপজেলার রায়পুর, জুঁইদন্ডী, বরুমচড়া, বারখাইন, হাইলধর, পরৈকোড়া ও চাতরী ইউনিয়নের অন্তত ২০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকায় অধিকাংশ ঘরে চুলার ওনুন না জ¦লায় রান্না-বান্না হচ্ছে না। অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে ওইসব এলাকার বাসিন্দারা। অনেক ঘরবাড়িতে জোয়ারের পানি প্রবেশ করায় নির্ঘুম রাত কাটাচ্ছে তারা।

জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গ্রামীণ সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। অসংখ্য পুকুরের মাছ ভেসে গেছে। খাল-বিল পানিতে থৈ থৈ করছে। ঝড়ো হাওয়ায় উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। জুঁইদন্ডী ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী জানান, এলাকার কয়েক স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি উঠানামা করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এলাকায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

এদিকে উপজেলা প্রসাশন থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈ।