প্রতিবন্ধী শিশু ও নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিবন্ধী শিশু ও নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখছেন আয়োজক সংস্থা ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ। ছবি : নয়াবাংলা

প্রতিবন্ধী শিশু ও নারীদের সঙ্গে সংগঠিত সহিংসতা ও নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানব বন্ধন করেছে ডিডিআরসি, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, সীড ও চট্টগ্রামে প্রতিবন্ধীতা ইস্যুতে কর্মরত উন্নয়ন সংগঠন সমূহ।

সোমবার (৩১ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তার বলেন-গণমাধ্যমে প্রতিদিনই নারী ও শিশুদের ওপর নির্যাতন ও যৌন হয়রানীমূলক ঘটনার খবর আসে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অধিকাংশ ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হচ্ছে না। ফলে সন্ত্রাসীরা বেপরোয়াভাবে প্রতিবন্ধী নারী ও শিশুদের এসব নির্যাতন চালাচ্ছে। বক্তারা সকল বর্বরতম ঘটনা উল্লেখ করে প্রতিটির বিচার বিভাগীয় তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

আয়োজক সংস্থা ডিডিআরসি’র নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম সাজ্জাদ সরকারের কাছে কয়েকটি দাবিও তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমে প্রতিবন্ধিতা বিষয়টি অন্তর্ভুক্তকরণ। প্রতিবন্ধী সহায়ক আইনজীবী প্যানেল তৈরি স্থানীয় সরকার এবং নির্বাচিত জনপ্রতিনিধি যারা গ্রাম্য সালিশ পরিচালনায় সংযুক্ত থাকেন তাদের প্রতিবন্ধী সংবেদনশীল করার কার্যক্রম গ্রহণ। সরকারী আইনী সহায়তা কার্যক্রমসমূহের ব্যাপক প্রচার এবং তথ্য প্রাপ্তি সহজীকরণ। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ঘটিত সহিংসতা, যৌন নিপীড়ন ও নির্যাতনের ঘটনাসমূহের তথ্য সংরক্ষণ এবং তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে প্রতিকার ও প্রতিরোধের উপায়সমূহ বের করার প্রচেষ্টা গ্রহণ। বিচার কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়টিকে গুরুত্ব প্রদান এবং সাক্ষ্য ও অন্যান্য বিচারিক কার্যক্রমে প্রতিবন্ধী বিশেষজ্ঞের অংশগ্রহণ নিশ্চিতকরণ। নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ চাহিদাকে আলাদা গুরুত্ব প্রদানের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করা।

সমাবেশে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর আবিদা আজাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক এম নাসিরুল হক, সংবাদিক শওকত বাঙ্গালী, সিডাবের সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ প্রিন্স, ডাপার সভাপতি, কামাল উদ্দিন, ইউসেপ বালাদেশের প্রতিনিধি, প্রবির কুমার দত্ত, বিবিএফের প্রতিনিধি, সোহেল উদদ্দৌজা, সংশপ্তক প্রতিনিধি, নার্গিস চৌধুরী, অপকার প্রতিনিধি, আলমগী হোসেন প্রমুখ।

শেয়ার করুন