সংবাদ সম্মেলনে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ
‘দুর্নীতিই’ একমাত্র নীতি বিআরটিএ কার্যালয়ে


বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জসিম উদ্দিন রানা। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : সহজ পদ্ধতিতে সরকারি ফি’র বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন হয় না বিআরটিএ কার্যালয়ে। সেখানে ‘দুর্নীতিই’ একমাত্র নীতি। আর ট্রাফিক ও থানা পুলিশের ক্রমবর্ধমান জুলুম-নির্যাতন দিন দিন আমাদেরকে নরকে ঠেলে দিচ্ছে।

বুধবার (২ আগষ্ট) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়োজনীয় টার্মিনাল, পার্কিং ব্যবস্থা না করে বেআইনীতিভাবে মামলা দিয়ে প্রতিদিন হয়রানি ও টাকা হাতিয়ে নেয়া হয়। কথায় কথায় মামলা দিয়ে পরিবহন শ্রমিকদের হয়রানি ও নাজেহাল করা হয়।

বক্তাদের অভিযোগ, এতদ্বাঞ্চলের সড়ক পরিবহন খাতের শ্রমিক ও মালিক পক্ষে প্রতিনিধিত্বের দাবিদার কতিপয় চিহ্নিত নেতার ভয়াবহ চাঁদাবাজি, দুর্নীতি, অনিয়ম এক কথায় শ্রমিক স্বার্থবিরোধী কর্মকাণ্ডে শ্রমিকদের মধ্যে চরম হতাশা, ক্ষোভ ও ঘৃণা সৃষ্টি করেছে। তারা মনে করেন, ওইসব চিহ্নিত ব্যক্তিরা যতদিন প্রতিষ্ঠিত সংগঠন বা ফেডারেশনের শীর্ষ নেতৃত্বে বহাল থাকবে ততদিন ওইসব সংগঠন দিয়ে শ্রমিকের অধিকার ও দাবী আদায় সম্ভব নয়।

এর আগে গত ১০ জুলাই নগরীর একটি কমিউনিটি সেন্টারে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশদ আলোচনার পর বৃহত্তর চট্টগ্রাম (চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা) অঞ্চলের জনপরিবহন এবং পণ্যপরিবহন খাতের নির্যাতিত শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ের সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ গঠিত হয়। জ্বালানি পণ্য পরিবহন খাতের বৃহত্তর ট্রেড ইউনিয়ন সংগঠন চট্টগ্রাম জেলা ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম জসিম রানাকে আহবায়ক ও চট্টগ্রাম প্রাইমমুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিকীকে সদস্যসচিব করে ২৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন-এতদ্বাঞ্চলের সড়ক পরিবহন শ্রমিকদের বিদ্যমান সমস্যা ও প্রত্যাশা অনুযায়ী যথা সম্ভব শিগগির নবগঠিত বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি দাবি বা কর্মসূচী প্রস্তুত করে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে পেশ করা হবে এবং দাবিসমূহ আদায়ের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে নবগঠিত ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ পাহাড়তলী শিল্পাঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফী বাঙ্গালী, লিখিত বক্তব্য পাঠ করেন, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক এম জসিম উদ্দিন রানা, পরিচালনা করেন, যুগ্ম আহবায়ক উজ্জ্বল বিশ্বাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মো: মাইনুদ্দিন, মো: ইলিয়াছ, মো: নজরুল ইসলাম খোকন, মো: ফারুক হোসেন, দীলিপ সরকার, সদস্য সচিব মো: আবু বক্কর সিদ্দিকী, সদস্য হাজী আবদুল মান্নান, আইয়ুব উল্লাহ ভুঁইয়া আজাদ, মো: আজম, মো: জাহাঙ্গীর, মো: আমিনুল হক, মো: শাহজাহান, মো: ইউছুফ, মো: মোস্তাক মিয়া, মো: মনির হোসেন, মো: নুরুল আমিন, মো: বাবলু, এযার মো: খোকন, মো: রফিক মিয়া, মো: তাজুল ইসলাম, সোহেল আহমদ প্রমুখ।

শেয়ার করুন