জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সুরুজ মিয়া হত্যা চেষ্টা
খাগড়াছড়িতে মুখোমুখি এমপি-মেয়র গ্রুপ : পাল্টাপাল্টি হামলা-মামলা

খাগড়াছড়ি : পহেলা আগষ্ট শোক র‌্যালী থেকে ফেরার পথে জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সুরুজ মিয়াকে হত্যা চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এবং পৌর মেয়র রফিকুল আলম অনুসারীদের মধ্যে হামলা মামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করছে খাগড়াছড়ি জেলাজুড়ে। দায়েরকৃত মামলা ৫ আগস্টের মধ্যে প্রত্যাহার করা না হলে ৬ আগস্ট থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীদের সকল কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে মেয়র সমর্থকরা।

১ আগষ্ট শোক র‌্যালী থেকে ফেরার পথে জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সুরুজ মিয়াকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে মৃত্যু হয়েছে ভেবে উত্তর গঞ্জপাড়া এলাকায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সুরুজ মিয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক সুরুজ মিয়া ও তাঁর জামাতা মোঃ হেলালের উপর হামলার ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারী জেলা শ্রমিক লীগের আহবায়ক মোঃ জানু শিকদার বাদী হয়ে অপর পক্ষ জাহেদুল আলমের অনুসারী পৌর মেয়র রফিকুল আলম, তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ ১২ জনের নাম উল্লেখ করে অন্তত ২২ জনকে আসামী করে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির মামলা দায়ের করে। সদর থানার মামলা নং ১-০৩/০৮/২০১৭ইং।

এদিকে, গত পৌর নির্বাচনের পর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। দলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জেলা পরিষদে ভুয়া প্রকল্প ও নিয়োগের নামে সম্পদের পাহাড় বানিয়েছে অভিযোগ করে পৌর মেয়র রফিকুল আলম, তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা চেষ্টা ও চাঁদাবাজির নামে যে মিথ্যা মামলা করা হয়েছে তা প্রত্যাহার করার দাবিতে। শুক্রবার ৪ আগস্ট বিকাল ৪ ঘটিার সময় কলেজ সড়কস্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে সাধারণ সম্পাদক জাহেদুল আলমের অনুসারীরা।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে এসে শাপলা চত্তর এলাকায় জাহেদুল আলমের অনুসারী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল পাটোয়ারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সাংগঠনিক সম্পাদক হৃদয় মারমা, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের প্রমুখ।

সমাবেশ থেকে পৌর মেয়র রফিকুল আলম, তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা আগামী ৫ আগস্টের মধ্যে প্রত্যাহার করা না হলে আগামী ৬ আগস্ট থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীদের সকল কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ থেকে ।

জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীদের বিক্ষোভ মিছিল, সাংবাদিক সম্মেলন, মামলা দায়ের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা। জাহেদুল আলমের অনুসারী অপর অংশ জেলা আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ থেকে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির অনুসারীদের সকল কর্মসূচি প্রতিহত করার পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষণা দেওয়ায় উত্তেজনা বিরাজ করছে পুরো খাগড়াছড়ি জেলাজুড়ে।

প্রসঙ্গত, গত পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ দ্বিধা-বিভক্ত হয়ে পড়ে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে গত দুই বছরে অন্তত অর্ধশতাধিক বার হামলা-পাল্টা হামলার মামলার ঘটনা ঘটেছে।