মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প : দুই শতাধিক নিহত, ধংসস্তুপের নিচে বহু মানুষ

মেক্সিকোর মধ্যাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত দুই শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়েছেন আরো অনেক মানুষ। এতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কম্পনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে মৃতদের বেশিরভাগই মোরেলস প্রদেশের বাসিন্দা। স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে কেঁপে ওঠে সবকিছু। সেসময় আতঙ্কে মানুষজন রাস্তায় বের হতে থাকেন। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।

মেক্সিকো সিটিতেও ২০ টি বেশি ভবন ধসে পড়েছে। শহরের মেয়র জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন ধরে গেছে। তার ভেতরেই অনেকে আটকে পড়েছেন।

মেক্সিকোতে এক মাসের মধ্যে এটি দ্বিতীয় ভূমিকম্প। এ মাসের শুরুতে ৮ দশমিক ১ মাত্রার আর একটি ভূমিকম্পে কমপক্ষে ৯০ জন নিহত হন। কিন্তু এই ভূমিকম্পের ঠিক ৩২ বছর আগে ১৯৮৫ সালে আর এক ভূমিকম্পে দশ হাজারের মতো মানুষ নিহত হয়েছিলো। বিবিসি ও সিএনএন।