চট্টগ্রাম কাস্টমস কমিশনারের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

মামলা দিয়ে শিল্প উদ্যোক্তাদের হয়রানি করা হচ্ছে বলে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করেছেন কয়েকজন ব্যবসায়ী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

এছাড়াও আগামী ২৪ ঘণ্টার মধ্যে কমিশনার মুহাম্মদ মুবিনুল কবিরকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান শিল্প উদ্যোক্তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোল্ডেন সান নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ বলেন, শুল্কমুক্ত সুবিধায় (বন্ড সুবিধায়) কাঁচামাল আমদানি করে পণ্য প্রস্তুত করার পর রপ্তানি করেন তারা। কারখানায় যন্ত্রপাতি স্থাপন করার পর কী পরিমাণ কাঁচামাল আমদানি করা যাবে তার হিসাব নির্ধারণ করে দেয় বন্ড কমিশনারেট কর্তৃপক্ষ।

যন্ত্রপাতির উৎপাদন ক্ষমতার ন্যূনতম ৬০ শতাংশ কাঁচামাল আমদানির সুযোগ থাকলেও বন্ড কমিশনারেটের কমিশনার তা মানেন না বলে অভিযোগ করেন তিনি। শুধু শিল্প-কারখানার উদ্যোক্তাদের মামলা দিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ তার।

সংবাদ সম্মেলনে ডিজিটাল প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজের মালিক নুরুল ইসলাম, জেএস এক্সেসরিজের মালিক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন