৩০ নভেম্বর শহিদ মিনারে নাগরিক সমাবেশ সফল করুন
গৃহকরের অভিশাপ থেকে বাঁচতে চায় নগরবাসী

চট্টগ্রাম শহিদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখছেন ফোরাম মহাসচিব মো. কামাল উদ্দিন। ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : সিটি কর্পোরেশন কর্তৃক মনগড়া ধার্য্যকৃত গৃহকর আদায়ের অভিশাপ থেকে নগরবাসীকে রক্ষার দাবিতে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনায় ৩০ নভেম্বর শহীদ মিনারে নাগরিক সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম নাগরিক ফোরাম, কোতোয়ালী শাখার উদ্যোগে ফোরামের যুগ্ম মহাসচিব আকরাম হোসেনের নেতৃত্বে শহিদ মিনার প্রাঙ্গণে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) রেলওয়ে সাত রাস্তার মোড়ে বেলা ১২টায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (জেপি) চট্টগ্রাম মহানগর আহবায়ক আজাদ দোভাষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কাজল প্রিয় বড়ুয়া, ফজলুল হক খোকন, জসিম উদ্দিন খন্দকার, আবুল বশর, রহিমা আক্তার ডলি, রুজিনা আক্তার, মোঃ আলী।

মানববন্ধনে মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন কোন ব্যক্তি বিশেষ মেয়র ও সরকারের বিরুদ্ধে নয়। আমরা চট্টগ্রাম নগরবাসী গৃহকর আদায়ে অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছি। এই আওয়াজ প্রধানমন্ত্রীর কানে তোলার জন্য ৩০শে নভেম্বর চট্টগ্রাম শহিদ মিনারে বিকাল ৩টায় দলমত নির্বিশেষে মহা সমাবেশ করতে যাচ্ছি। এই সমাবেশ থেকে আমরা চট্টগ্রাম নগরবাসীকে রক্ষা করার অঙ্গিকার গ্রহণ করব। হোল্ডিং ট্যাক্সের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত চট্টগ্রাম নাগরিক ফোরামের আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে বক্তারা বক্তারা ১৯৮৬ সালের রাষ্ট্রপতি এরশাদ কর্তৃক জারিকৃত অধ্যাদেশ সংশোধনপূর্বক কর কমিশন গঠনের মাধ্যমে চট্টগ্রামসহ সারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের গৃহকর আইন যোগপযোগি করার আহবান জানান।
চট্টগ্রাম নগরবাসি গৃহকরের নামে আয়করের অভিশাপ থেকে বাঁচতে চায়। অবিলম্বে গৃহকরের অজুহাতে আয়কর আদায়ের সিদ্ধান্ত বন্ধ করতে মেয়রের প্রতি আহবান জানান।

শেয়ার করুন