আসাদুজ্জামান নূর-জয়া পাচ্ছেন ‘ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড’

ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ‘ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বাংলাদেশের আসাদুজ্জামান নূর ও জয়া আহসান। সিনেমা ও থিয়েটারে বিশেষ ভূমিকা রাখা অভিনেতা-অভিনেত্রীদের এ পুরুস্কার দেয়া হয়।

এ প্রসঙ্গে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের কাউন্সিল সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক প্রেমেন্দু মজুমদার বলেন, ‘সিনেমা ও থিয়েটারের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ভারত-বাংলাদেশের বেশ কয়েকজনকে দেওয়া হচ্ছে ঋত্বিক ঘটক অনারারি অ্যাওয়ার্ড। সেই তালিকায় আছেন নূর ও জয়া। আরও রয়েছেন ভারতের ব্রাত্য বসু ও ভিকে জোসেফ। গতকাল ছিল ঋত্বিক ঘটকের ৯২তম জন্মদিন। এদিন তার জন্ম ভিটা রাজশাহীতে শুধু ভিকে জোসেফের হাতে এই পুরস্কারটি তুলে দেওয়া হয়। আর বাকি ৩ জনকে পুরস্কার দেওয়া হবে আগামী ৭ নভেম্বর।’

প্রসঙ্গত, ঋত্বিক ঘটক মাত্র ৫১ বছরের জীবদ্দশায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন ৮টি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন ১০টি। এই হাতেগোনা কয়েকটি চলচ্চিত্র দিয়েই বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্রকারদের কাতারে নিজের স্থান করে নিয়েছিলেন তিনি।

শেয়ার করুন