এম এ আজিজ স্মরণ সভায় বক্তারা
নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের বিজয় শিখা তুলে দিতে হবে

এম এ আজিজ স্মরণ সভা

চট্টগ্রাম : এম এ আজিজ এ দেশে মাটি ও মানুষের স্বরাজ প্রতিষ্ঠার আদর্শিক বাতিঘর। আজিজ-জহুর আমাদের অহংকার। এ দু’জনের পথ ধরেই ত্যাগ তিতিক্ষার ব্রত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারী) এম এ আজিজের ৪৭ তম মৃত্যুবাষির্কীতে হালিশহরস্থ তাঁর কবর প্রাঙ্গনে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন নগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল শুধু মুখের কথাই নয় নিজের রক্তের মধ্যে সশস্ত্র শক্তিকে জাগিয়ে তুলতে হবে। জঙ্গিবাদের সাথে যাদের সামান্য সম্পর্কও আছে তাদের চিহ্নিত করে রাষ্ট্রীয় ও সামাজিকভাবে বয়কট করতে হবে।

নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, অগ্নিঝরা একাত্তরের স্মৃতি নিয়ে আমরা যাঁরা বেঁচে আছি তাঁদের জীবন সায়াহ্নে এসে নতুন প্রজন্মের হাতে মুক্তিযুদ্ধের বিজয় শিখা তুলে দিতে হবে। তা হলে আমরা মৃত্যুর পরও বাঁচবো।

এম.এ.আজিজের স্মৃতিচারণ করে মেয়র বলেন, এম.এ আজিজ জন্মগ্রহণ না করলে ইতিহাস অন্যরকম হতো। বঙ্গবন্ধুর ৬ দফাকে ১ দফায় পরিণত করে তিনি বাঙালি জাতি সত্তার ইতিহাসে আপন মহিমায় উদ্ভাসিত হয়ে আছেন।

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লায়ণ মো. হোসেন, কার্যনির্বাহী সদস্য মরহুমের পুত্র সাইফুদ্দিন খালেদ বাহার, বখতিয়ার উদ্দিন খান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, থানা আওয়ামী লীগের রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের আবদুল মান্নান।

সভামঞ্চে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সুনীল কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, শ্রম সম্পাদক আবদুল আহাদ, ধর্ম সম্পাদক জহুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, কার্যনির্বাহী সদস্য নুরুল আলম, কামরুল হাসান ভুলু, বখতিয়ার উদ্দিন খান, নেছার আহমেদ মঞ্জু, মোরশেদ আকতার চৌধুরী, রোটারিয়ান মো. ইলিয়াছ, থানা আওয়ামী লীগের ফয়েজ আহমদ, আবু তাহের, অধ্যাপক আসলাম হোসেন, মহানগর যুবলীগের আহ্বায়ক মো মহিউদ্দিন বাচ্চু, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. জিয়াউদ্দিন, কে বি এম শাহজাহান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মরহুম এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর কনিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুলী সালেহীন, ওয়ার্ড আওয়ামী লীগের হাসান মুরাদ, আবুল কাশেম, হাজী মো. হাসান, মো. ইলিয়াছ, ইসকান্দর মিয়া, মো. জামাল উদ্দিন, মোরশেদুল আলম প্রমুখ।

এর আগে নগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন