লাগামহীন গণপরিবহণ, দুর্ভোগে যাত্রী সাধারণ

সাধারণ যাত্রীদের সবাই তিতা-ত্যাক্ত গণপরিবহণ সংকটে। হঠাৎ পাওয়া হিউম্যান হলারের যাত্রী হতে এমন ভোগান্তির দৃশ্য ধারণ করেছেন আমাদের নিজস্ব ফটো সাংবাদিক এমএ হান্নান কাজল।

চট্টগ্রাম : কখনো যানজট, কখনো বা ফাঁকা সড়ক। গণপরিবহণ উধাও। ভোগান্তি যেন যাত্রী সাধারণের পিছু ছারছে না। রবিবার সকালে চকবাজার এলাকায় হিউম্যান হলারের কাগজপত্র যাচাই শুরু করে পুলিশ। অবৈধ গাড়ীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে চাইলেই একমুহূর্তে উধাও হয়ে যায় সবগুলো হিউম্যান হলার। এতে সীমাহীন দুর্ভোগে পরে চকবাজার থেকে বারিকবিল্ডিং রুটের যাত্রী সাধারণ। বেলা বাড়ার সাথে সাথে দুর্ভোগও বাড়ে পাল্লা দিয়ে। সবচে বেশি দুর্ভোগের শিকার হয় মহিলা যাত্রী। দীর্ঘ বিরতির পর দুপুরের দিকে দু’একটি চার চাকার হিউম্যান হলার আসলেই হুমরি খেয়ে পরছে যাত্রী। পুরুষ যাত্রীদের ভিরে মহিলাদেও চরম ভোগান্তি দেখা গেছে।

এখন আসবে তখন আসবে ভেবে ঘন্টা অবধি দাঁড়িয়ে থাকা বহু যাত্রী পরে পায়ে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে। ভুক্তভোগী সাধারণ যাত্রীদের অনেকেই পুলিশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। আবার অনেকেই বলেছেন-দীর্ঘ দিনের পুরোনো অভ্যাস একদিনে কি শোধরানো যাবে? কেউ কেউ বলেছেন-যেখানে শতকরা আটানব্বই ভাগ যানবাহন কথিত সমিতির ঈশারায় চলে-সেখানে বিআরটিএ ঠুঁটো জগন্নাথ ছাড়া কিছুই নয়। বরং পুলিশি অভিযান তল্লাসী টাকা আদায়ের ফন্দিফিকির মাত্র। বিষয়টি লোকদেখানোও হতে পারে।

সাধারণ যাত্রীদের সবাই তিতা-ত্যাক্ত গণপরিবহণ সংকটে। হঠাৎ পাওয়া হিউম্যান হলারের যাত্রী হতে এমন ভোগান্তির দৃশ্য ধারণ করেছেন আমাদের নিজস্ব ফটো সাংবাদিক এমএ হান্নান কাজল।

সাধারণ যাত্রীদের দাবী-গণপরিবহণে যাত্রী হয়রানি বন্ধ করা হোক। পদক্ষেপ নেয়া হোক স্থায়ী। রেজিষ্ট্রেশন নম্বর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন প্রকার ওজর আপত্তি করছেন না। অথচ রুট পারমিন দিতে অজুহাতের শেষ নেই। তিতা-ত্যাক্ত সাধারণ যাত্রীগণ অজুহাত বন্ধের দাবী জানিয়েছেন। সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেয়ার করুন