ইংরেজী দ্বিতীয়পত্রে ২৭ এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

পরীক্ষার হল। ফাইল ছবি

চট্টগ্রাম : এসএসসির ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। অনুপস্থিত ছিল ৩৬৯ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ৪র্থ দিনের পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ২৭ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এদের মধ্যে কক্সবাজার জেলায় ২৩ জন, চট্টগ্রামে ১ জন, রাঙামাটিতে ১ জন, খাগড়াছড়িতে ২ জন।

১৭১টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ১৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অনুপস্থিত ছিল ৩৬৯ জন পরীক্ষার্থী। এরমধ্যে মহানগরীরসহ চট্টগ্রাম জেলায় ২৪১ জন, কক্সবাজার জেলায় ৭৪ জন জন, রাঙ্গামাটি জেলায় ২৩ জন, খাগড়াছড়ি জেলায় ২১ জন এবং বান্দরবান জেলায় ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

শেয়ার করুন