সারচার্জ মওকুফ চসিক’র গৃহকর পৌরকর ট্রেড লাইসেন্স ফি পরিশোধে

চট্টগ্রাম : পবিত্র মাহে রমজান উপলক্ষে গৃহকর ও রেইট (পৌরকর) এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধে শতভাগ সারচার্জ মওকুফ গোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

নগরবাসীর সুবিধার্থে এ উদ্যোগ নিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। রোববার (২১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামকে পরিচ্ছন্ন সবুজ, সুন্দর, সমৃদ্ধ ও বিশ্বমানের নগরীতে পরিণত করার লক্ষ্যে এবং নগরবাসীর সেবা শতভাগ নিশ্চিত করতে নগরবাসী হতে প্রাপ্য গৃহকর ও রেইট (পৌরকর) এবং ট্রেড লাইসেন্স ফি আদায় অত্যন্ত জরুরী।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বকেয়াসহ হালনাগাদ সমুদয় গৃহকর ও রেইট (পৌরকর) এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করলে শতভাগ সারচার্জ মওকুফের সুবিধা পাবেন নগরবাসী।

আগামী ১৪ জুন সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সারচার্জ ছাড়া হালনাগার গৃহকর ও রেইট (পৌরকর) এবং ট্রেড লাইসেন্স ফি পরিশোধ করার জন্য অনুরোধ জানিয়েছে চসিক কর্তৃপক্ষ।

শেয়ার করুন