অবৈধভাবে রাস্তা পারাপার
রাজধানীতে ৮৬ পথচারীর জরিমানা

অবৈধভাবে রাস্তা পারাপারের অভিযোগে রাজধানীর কাকলী এলাকায় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ৮৬ জন পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি ট্রাফিক ডিসি উত্তর প্রবীর কুমার রায় বলেন, তাদের কাছ থেকে আদালত ৪ হাজার ২৩০ টাকা আদায় করে।

তিনি বলেন, কাকলী এলাকায় ফুটওভার ব্রিজ থাকার পরও এসব পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছিল। এ কারণেই ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ টাকা থেকে ১০০ টাকা জরিমানা করে। প্রায় প্রতিদিনই এখানে রাস্তা পার হতে গিয়ে কেউ না দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ নিয়ে ইতোপুর্বে আমাদের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো সত্ত্বেও অবৈধ পারাপার বন্ধ করা যাচ্ছিল না। এ কারণেই আমরা বাধ্য হয়ে ভ্রাম্যমাণ আদালতে বসিয়েছি। তিনি বলেন, গতকাল সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত চলে।

ট্রাফিক ডিসি উত্তর প্রবীর কুমার রায় বলেন, এটি চলমান প্রক্রিয়া। এ ধরনের ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।

শেয়ার করুন