মাংস ব্যবসায়ীদের দাবী মেনে নিলে
গরুর মাংস প্রতি কেজি ৩০০ টাকা

মাংসের দোকান। (ফাইল ছবি)

ঢাকা : আজ শনিবার শেষ হচ্ছে মাংস ব্যবসায়ীদের ছয় দিনের টানা ধর্মঘট। রোববার (১৮ ফেব্রুয়ারি) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে তাদের। আলোচনায় উদ্বুদ্ধ পরিস্থিতর সমাধান না হলে আবারও ধর্মঘটে যাওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি ও ঢাকা মেটোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। তারা বলছেন-‘আমাদের চার দফা দাবি মেনে চাঁদাবাজি ও ঘুষ বন্ধের পাশাপাশি বৈধ পথে গরু আমদানি করলে প্রতি কেজি মাংসের দাম ৩০০ টাকার নিচে নেমে আসবে।’

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের নেতা ও সমিতির মহাসচিব রবিউল আলম বক্তব্য রাখছিলেন। কাল রোববার (২০ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গেও আলোচনায় বসবেন মাংস ব্যবসায়ীরা।

মাংস ব্যবসায়ীদের দাবী, গাবতলী গরুর হাটের ইজারা বাতিল, অতিরিক্ত খাজনা আদায় বন্ধ, হুন্ডি ব্যবসায়ী ‘কালা মইজাকে’ বিচারের আওতায় আনা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে অপসারণ ও জবাবদিহিতার আওতায় আনা, চামড়ার দাম বৃদ্ধি ইত্যাদি।  এতে ঢাকার বিভিন্ন কাঁচাবাজারের মাংসের দোকানগুলো বন্ধ রয়েছে। গরু ও খাশির মাংসের সঙ্কট দেখা দিয়েছে। যেকারণে বেড়ে গেছে মুরগির দাম।

মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, ‘একসময় বৈধপথে ৬৫ শতাংশ পশু বিদেশ থেকে আনা হতো। এখন তা ৩৫ শতাংশে নেমে এসেছে।’ বৈধ পথে আমদানির সুযোগ দাবি করে তিনি বলেন. ‘সীমান্ত পার করতে ১৫ থেকে ২০ হাজার টাকা লাগে। সেখান থেকে গাবতলী পৌঁছতে একটি গরুর পিছে ব্যয় হয় ২০-৩০ হাজার টাকা।’ তিনি বলেন, ‘দুর্নীতির কারণে ৫০০ টাকা কেজিতে মাংস বেচা হচ্ছে।’

ট্যানারি মালিকদের ‘সিন্ডিকেটের কারণে’ চামড়ার দাম কমে গেছে বলে জানান সমিতির মহাসচিব। তিনি বলেন, গরুর যে চামড়া আমরা এক সময় চার থেকে পাঁচ হাজার টাকায় বেচতাম, তা এখন দুইশ’ থেকে ছয়শ’ টাকায় বিক্রি করতে হয়। ছাগলের চামড়া বিক্রি হয় ২০ থেকে ৩০ টাকায়। পশুর গলা কাটার পাশাপাশি কাস্টমারের গলা কেটে টাকা নিচ্ছি, নিতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ আবদুল বারেক ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন