গ্রীক মূর্তি অপসারণের দাবিতে হাটহাজারীতে হেফাজত ইসলামের বিক্ষোভ সমাবেশ

দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে ন্যায় বিচারের প্রতীক হিসেবে গ্রীক মূর্তি স্থাপনের প্রতিবাদে ও অপসারণের দাবিতে হাটহাজারী ডাকবাংলো চত্বরে হেফাজত ইসলাম বাংলাদেশ (হাটহাজারী পৌরশাখা) এর উদ্যেগে সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হাটহাজারী ওলামা পরিষদের যুগ্ম সম্পাদক ও হেফাজত নেতা মাওলানা মীর ইদরিসের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা শফি উল্লাহ, মাওলানা হাবিবুল্লাহ নদভী, মাওলানা জাফর আহম্মদ, মাওলানা হাফেজ কামরুল ইসলাম, মাওলানা হাফেজ আবু বক্কর, মাওলানা হাবিবুল হক বাবু, সাবেক ছাত্র নেতা শফিউল আলম, আনাস জমীরী, মাওলানা ইমরান সিকদার প্রমূখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সামনে থেকে গ্রীক মূর্তির ভাস্কর্যটি ভেঙ্গে ফেলা না হলে হেফাজত ইসলাম বাংলাদেশের আমীর ও হাটহাজারী বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহম্মদ শফির রোহানী সন্তানরা ও হেফাজতের সর্বস্থরের নেতা কর্মীসহ তৌহিদী জনতাকে নিয়ে আবারও শাপলা চত্বরের মতো সুপ্রীম কোর্ট এর সামনে সমাবেশসহ কঠোর কর্মসূচির হুশিয়ার দেওয়া হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি হাটহাজারী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো চত্বরে এসে শেষ হয়।

শেয়ার করুন