লোহাগাড়ায় জাল নোটসহ ২ যুবক আটক

লোহাগাড়ায় জাল নোটসহ ২ যুবক আটক

লোহাগাড়া (চট্টগ্রাম) : এক হাজার টাকার ২৩টি জাল নোটসহ দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় তারেদকে আটক করা হয় ।

আটকরা হলেন সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের রোয়াজি পাড়ার সমণ্ড মিয়ার পুত্র এনামুল হক (৩২) ও বোয়ালখালী উপজেলার হৈয়দপুর এলাকার মোঃ হোসেনের পুত্র মোঃ জসিম ওরফে দিদার (২৫)।

আরো পড়ুন : সেনাবাহিনী ও সাংসদের বিরুদ্ধে অপপ্রচার, তথ্য প্রযুক্তি আইনে মামলা

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটকরা সোহেদের দোকান থেকে এক প্যাকেট গোল্ডলিপ সিগারেট নিয়ে হাজার টাকা মূল্যমানের একটি নোট দেয়৷ দোকানদার নোটটি জাল বললে তারা দ্রুত পালানোর চেষ্টা করে৷ এ সময় উপস্থিত জনতা তাদের আটক করে৷ তাদের পকেটে তল্লাশী চালিয়ে হাজার টাকা মূল্যমানের ২৩টি জাল নোট উদ্ধার করা হয়৷

এদিকে ৬ ফেব্রুয়ারি (বুধবার) আটকদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে লোহাগাড়া থানায় মামলা রুজু করা হয়েছে৷ মামলার বাদী চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামের নয়াপাড়ার মোঃ খলিলুর রহমানের পুত্র মোঃ সােহেদ৷ আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে প্রকাশ৷

শেয়ার করুন