ডজন মামলার আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত চট্টগ্রামে

নিহত মোহাম্মদ বেলাল

চট্টগ্রাম : নগরের খুলশী থানায় আত্মসমর্পণের পর কথিত বন্দুকযুদ্ধে ১৩ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। নিহত মোহাম্মদ বেলাল (৪৩) নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে। তার বিরুদ্ধে খুলশী থানায় ১১টি ও অন্য থানায় ২টি মামলা আছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে খুলশীর জালালাবাদ পাহাড়ে বন্দুকযুদ্ধে বেলালের মৃত্যু হয়।

আরো পড়ুন : ‘বঙ্গবন্ধু পরিবারের ছবি দিয়ে রাজনীতির দোকান খোলা যাবে না’
আরো পড়ুন : মার্কেটের ছাদে মাদরাসা ছাত্রীকে গণধর্ষণ আটক ২

নগর পুলিশের বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার জানান বেলালকে নিয়ে জালালাবাদ পাহাড়ে অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এ সময় তাকে ছিনিয়ে নিতে তার সহযোগিরা পুলিশকে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বেলালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার। এর আগে বুধবার দুপুর ১টার দিকে বেলাল নিজেই খুলশী থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে বেলালের বিরুদ্ধে।

শেয়ার করুন