নুর মোহাম্মদের মনোনয়নপত্র প্রত্যাহার

নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচন

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : আসন্ন নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের পুরুষ সদস্য পদে প্রার্থী নূর মোহাম্মদ নিজের মননোয়নপত্র প্রত্যাহার করেছেন।

গত ১৭ সেপ্টম্বার মঙ্গলবার দুপুর উপজেলা পরিষদ নির্বাচন কার্যালয়ে উপজেল রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ নিকট তিনি নিজের মননোয়নপত্র বাতিলের আবেদন করলে রিটার্নিং কর্মকর্তা সেটি মঞ্জুর করেন। এ সময় উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ভারপ্রাপ্ত সা:সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সূত্রে জানা যায়,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত সুবেত আলীর পুত্র নুর মোহাম্মদ । তিনি সদর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য পদে একজন প্রার্থী হিসেবে অংশ করেন।

আরো পড়ুন : উৎকন্ঠায় অভিভাবক, নাইক্ষ্যংছড়ি মাদরাসায় ত্রিমুখি সংঘাতে পাঠদান ব্যাহত
আরো পড়ুন : নির্বাচন কমিশনের কর্মচারীসহ ৩জন আটক চট্টগ্রামে

গত ১২ সেপ্টম্বার মননোয়নপত্র সংগ্রহ, ১৫ সেপ্টম্বার মনোনয়নপত্র যাছাই-বাছাই সম্পন্ন করে নির্বাচন অংশগ্রহণের অনুমোদন নুর মোহাম্মদ। তবে প্রার্থী ব্যাক্তিগত কারন বশত: ৭নং ওয়ার্ডে নির্বাচন করতে অক্ষম প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে মনোয়নপত্র প্রত্যাহারশেষে সাংবাদিকদের নুর মোহাম্মদ জানান, ব্যক্তিগত কারনে আমি আমার নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে রিটানর্নিং অফিসার বরাবরে জমা দিয়েছি এবং প্রার্থীতা প্রত্যহার মন্জুর করেন। আমার প্রতিদ্বন্দ্বী বর্তমান ইউপি সদস্য মো. আলী হোসনকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সদস্য হওয়া সুযোগ করে দিয়েছি। সে এখন বিনা-প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হিসেবে নির্বাচিত বলে গণ্য হবে বলে আশা করছি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী উপজেলার সদর ইউনিয়ন,সোনাইছড়ি ইউনিয়ন ও ঘুমধুম ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত ১৪ অক্টোবর। এতে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।