হাটহাজারী জোবরা পি.পি স্কুল এন্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা
শিক্ষায় নিজে আলোকিত হয়ে অন্যকে আলোকিত করো

হাটহাজারীর জোবরা পি.পি স্কুল এন্ড কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী। ছবি নয়াবাংলা

চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার ফতেপুরে জোবরা পি.পি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সফিউল আলম হাটহাজারী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও দশম শ্রেণির ছাত্র মোঃ মাহফুজুর রহমান উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১৯ মার্চ) বিকাল ৩টায় স্কুল প্রাঙ্গণে জোবরা পি.পি স্কুল এন্ড কলেজ এর গভর্ণিং বডির সভাপতি ও চট্টগ্রাম শিক্ষাবোডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দীন-ইনষ্টিটিউট অব ফরেষ্ট্রি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটাহাজরী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, ফতেপুর ইউপি চেয়ারম্য্যান এডভোকেট মোহাম্মদ শামীম, শিক্ষক সরোয়ার মাসুদসহ হাটহাজারীর বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড এই মেরুদন্ডকে টিকিয়ে রাখতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। আর স্কুলে ভাল লেখাপড়া করতে চাইলে শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনীতি করা যাবেনা। নিজে আলোকিত হয়ে অন্যকে আলোকিত করতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে। বক্তারা বলেন, অবিভাবকদের প্রতি নিজ নিজ সন্তানের দিকে খেয়াল রাখার অনুরোধর জানান।

শেয়ার করুন