চবি শিক্ষার্থীর হাত-পা বাঁধা লাশ টয়লেট থেকে উদ্ধার

চবি শিক্ষার্থীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

চট্টগ্রাম : নগরীর বায়েজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদনগর এলাকায় হাত-পা বাধা অবস্থায় বাসার টয়লেট মো.আলাউদ্দিন আলাওল (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আলাওল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র।

বুধবার (২২ মার্চ) রাত দেড়টার দিকে তার মরদেহ উদ্ধার হয় । ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে আলাওলের বাবা মো.শাহ আলম এবং ভাই সালাহউদ্দিন (১৮) চমেক মর্গে এসে মরদেহ দেখে তাকে শনাক্ত করেন।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, আলাওলের বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকার মদনহাটে। সে গত বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় বন্ধুর বাসায় যাবে বলে নিজ বাসা থেকে বের হয়েছিল। তবে তাকে কারা খুন করতে পারে, সেই বিষয়ে জানতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ির বাসিন্দা ওমান প্রবাসী আবু ছৈয়দের মালিকানাধীন শহীদ নগর এলাকার চারতলা বাড়ির তিন তলার একটা বাসা খালী ছিল। বিজ্ঞপ্তি দেখে গত মঙ্গলবার এক যুবক ও এক তরুণী বাসা ভাড়া নিতে আসে। তবে বাড়ির তত্ত্বাবধায়ক হাসিনা আক্তার না থাকায় ওইদিন তাদের বাসা দেখানো সম্ভব হয়নি। গত বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিন যুবক ও এক তরুণী পুনরায় বাসা দেখতে আসেন। এ সময় তারা এক বস্তা মালামালসহ নিয়ে আসেন।

পরে বাসা খুলে দেওয়া হলে তারা বাসাটা পরিষ্কারের জন্য তত্ত্বাবধায়কের কাছ থেকে একটি বালতি নেন। পরে তারা বাজার আর অন্যান্য মালামাল নিয়ে আসার কথা বলে বাসা থেকে বের হন। এদিকে রাত ১১টার দিকে বাড়ির তত্ত্বাবধায়ক ওই বাসার সামনে দিয়ে হাঁটতে গিয়ে দেখেন বাসার দরজা খোলা। পরে ভেতরে কারও আওয়াজ না শুনে তিনি সেখানে প্রবেশ করেন। বাসার টয়লেটের দরজা খোলে দেখেন এক যুবক হাত-পা বাধা অবস্থায় সেখানে পড়ে রয়েছে। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন। পরে সিআইডি গিয়ে ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেন।

শেয়ার করুন