পরিবেশ মামলায় বন্ধ এশিয়ান পেপার মিল চালুর দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের হাটহাজারীর এশিয়ান পেপার মিলের শ্রমিক ও কর্মচারীদের মাববন্ধন।

হাটহাজারী : হালদা দূষণের দায়ে বন্ধ হওয়া চট্টগ্রামের হাটহাজারীর এশিয়ান পেপার মিলের অন্তত ৩ শতাধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পরেছে। তাদের পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। বেকারত্ব থেকে বাঁচতে অতিদ্রুত মিলটি চালুর দাবীতে মিলের সামনে মানববন্ধন করেছে অসহায় শ্রমিক ও কর্মচারী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২টায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের নন্দিরহাট এলাকায় এশিয়ান পেপার মিলের সামনে মানববন্ধন করে মিলের শ্রমিক-কর্মচারী।

আরাে পড়ুন : চট্টগ্রামে লাখো মানুষ শপথ নিলেন মাদক, সন্ত্রাস, দুর্নীতি-জঙ্গিবাদ নির্মুলের
আরো পড়ুন : বাইপাস সড়ক : পাহাড় কাটতে নকশা অনুসরণ করেনি সিডিএ : পরিবেশমন্ত্রী

মানববন্ধনে শ্রমিকরা বলেন, ‘দীর্ঘদিন ধরে এশিয়ান পেপার মিল বন্ধ থাকায় ৩শতাধিক শ্রমিক পরিবার মানবেতর জীবন যাপন করছে। বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তাদের।

সন্তানদের ভর্তির মৌসুম চলছে কিন্তু ভর্তি করাতে পারছেনা। শিক্ষা সামগ্রী কিনতে পারছেনা। পরিবারের অসুস্থদের চিকিৎসা করাতে পারছেনা টাকার অভাবে।’ তারা দ্রুত প্রতিষ্ঠানটি চালু করতে রুটি-রোজগারের ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি দাবি জানান।

প্রতিষ্ঠানটির স্টক ইনচার্জ মোঃ শাহজানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন, ম্যানাজার বাসুদেব চৌধুরী, কমার্শিয়াল ম্যানাজার এহছানুল হক আজাদ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, চীফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোঃ শফিউল আলম, শ্রমিক কর্মচারীদের পক্ষে মোঃ রফিক প্রমুখ। মানববন্ধনে প্রধান নিরাপত্তা কর্মকর্তা তালেব বিন সিকোসহ বিভিন্ন শাখার ইনচার্জ, শ্রমিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারী ইউএনও রুহুল আমিন বলেন, ‘এশিয়া পেপার মিলকে হালদা নদীতে মাছের প্রজননের মৌসুমে মিল বন্ধ রাখা ও ইটিপি কার্যকরের শর্ত দিয়ে মিল চালুর করা যেতে পারে মর্মে সুপারিশ করে একমাস পূর্বে পরিবেশ অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বাকিটা পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার।’

প্রসঙ্গত, বছরের ১৮আগষ্ট পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক বর্জ্য ছেড়ে হালদা দূষণের অপরাধে প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেন। এরপর থেকে প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ থাকায় সেখানে কর্মরত ৩শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়ে।