নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য : তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র নাছির

আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া সদ্য বিদায়ী মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ‘নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য’। একই সঙ্গে চসিকের মেয়র প্রার্থী হিসেবে রেজাউল করিম চৌধুরী আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় তাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

মেয়র নাছির এক প্রশ্নের জবাবে বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে বিজয়ী করতে হবে। বিভক্তির কোনো সুযোগই নেই।’

আরো পড়ুন : চসিক নির্বাচন: আ’লীগের মনোনয়ন পেলেন রেজাউল করিম
আরো পড়ুন : ভিএম-এ ভোট : রোববার হতে পারে চসিক নির্বাচন তফসিল

ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত সাবেক ছাত্রনেতা রেজাউল করিম চৌধুরীকে তার কার্যক্রমে পাশে থেকে সহযোগিতা করার ইচ্ছে ব্যক্ত করে আ জ ম নাছির বলেছেন-‘ আওয়ামী লীগ একটি বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। চট্টগ্রামকে ঘিরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নই আমাদের সবার লক্ষ্য।’

উল্লে­খ্য, ২০১৫ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দিন। এর আগে ২০১০ সাল পর্যন্ত হ্যাটট্রিক মেয়র ছিলেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক থাকা অবস্থাতেই তিনি মেয়র নির্বাচিত হন। শনিবার মনোনয়ন বোর্ডের সভাশেষে রেজাউল করিম চৌধুরীর মনোনয়ন ঘোষণার মাধ্যমেই এই প্রথম সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে থেকে চট্টগ্রামে কেউ মেয়র হিসেবে দলীয় মনোনয়ন পেলেন।

শেয়ার করুন