সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নগর বিএনপি’র ৪দফা দাবী পেশ

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নগর বিএনপি’র ৪দফা দাবী পেশ

চট্টগ্রাম : সুষ্ঠু ও নিরপেক্ষ-ভয়হীন নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ দফা দাবি জানিয়েছে নগর বিএনপি। বুধবার (৪ মার্চ) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামানের কাছে নির্বাচন পেছানোসহ চার দফা দাবিপত্র জমা দেন বিএনপির প্রার্থী ডা.শাহাদাত হোসেন।

নগর বি‌এন‌পির সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্কর, দ‌ক্ষিণ জেলা বিএন‌পির আহবায়ক আবু সু‌ফিয়ান, নগর বিএন‌পির সহ সভাপ‌তি আলহাজ্ব এম এ আ‌জিজ, শ‌ফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উ‌দ্দিন, শাহ আলম, আ‌নোয়ার হো‌সেন লিপু, সাংগঠ‌নিক সম্পাদক মনজুর আলম মনজু, কামরুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : নগরজুড়ে দলীয় কোন্দল, উত্তাপ আ.লীগ-যুবলীগে
আরো পড়ুন : উত্তর কাট্টলীকে সন্ত্রাস-মাদক মুক্ত ডিজিটাল ওয়ার্ড করার প্রত্যয় মন্জুর

দাবিগুলোর মধ্যে রয়েছে, চার দিন এক করপোরেশন ছুটির দিন হওয়ার কারণে ২৯শে মার্চ এর নির্বাচনের তারিখের ৩১ শে মার্চ করতে হবে।

ইভিএম প্রতিটি বুথে ইউনিফম পরিধানরত সেনাবাহিনীর অফিসার নিয়োগ মাধ্যমে ইভিএম টেকনিক্যাল সাপোর্ট এর পাশাপাশি কোন অবৈধ কিংবা অনাকাঙ্ক্ষিত লোক যাতে অন্যের ভোট দিতে না পারে, সে দায়িত্বের পাশাপাশি পোলিং এজেন্ট নিরাপত্তা দায়িত্ব নিতে হবে।

প্রিসাইডিং অফিসের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোট দেয়ার এখতিয়ার ১ আনতে হবে। কারণ সিটি করপোরেশন এর প্রায়ই ২০ লাখ ভোটার মধ্যে ৫% ভোট যদি প্রিসাইডিং অফিসারের আওতায় থাকে তাহলে ১ লাখ ভোটার হয়, যা চাইলে তারা কারচুপি করতে পারে, যেটাতে নির্বাচন জয় পরাজয় নির্ধারিত হয়।

যেহেতু সম্প্রতি নির্বাচন গুলোতে আমরা দেখতে পাচ্ছি যে, বহিরাগত সন্ত্রাসিরা ভোটের পরিবেশ নষ্ট করতে কাজেই এনআইডি কার্ড ছাড়া যাতে ভোট সেন্টারে গেইট থেকেই যেন ভিতরে ঢুকতে না পারে এবং ৪শ’ গজের মধ্যে কোনো বহিরাগত সন্ত্রাসি যাতে জড়ো হতে না পারে।

শেয়ার করুন