কাউন্সিলর পদে লাটিম প্রতীক পেলেন দক্ষিণ কাট্টলীর শাহিন

কাউন্সিলর পদে লাটিম প্রতীক পেলেন দক্ষিণ কাট্টলীর শাহিন

চট্টগ্রাম : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে লাটিম প্রতীক পেলেন সৌরভ শাহিন চৌধুরী। সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এসময় লটারী ড্রয়ের মাধ্যমে লাটিম প্রতীক পান সৌরভ শাহীন চৌধুরী।

আরো পড়ুন : চট্টগ্রাম বন্দর শ্রমিক-কর্মচারীদের বীমার আওতায় আনা হচ্ছে
আরো পড়ুন : অটোমেশন করা হবে ভূমি রেজিস্ট্রেশন প্রক্রিয়া : আইনমন্ত্রী

লাটিম প্রতীক পাওয়ার পর এক বিবৃতিতে ওয়াসিম উদ্দিন আগামী ২৯ মার্চের চসিক নির্বাচনে তাকে লাটিম প্রতীকে ভোট দেবার জন্য ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সম্মানিত ভোটারদের কাছে আহবান জানিয়েছেন। পাহাড়তলী বাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

এর আগে (১৯ ফেব্রুয়ারী) ১১ নং দক্ষিণ কাট্রলী ওয়ার্ড হতে কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে বিএনপির দলীয় মনোনয়ন পান শাহীন।

গত ১৬ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হইবে।নির্বাচন কমিশনের নতুন নিয়মানুযায়ী ঐদিন ভোট গ্রহণ ৮’টার পরিবর্তে সকাল ৯’টা থেকে বিকেল ৫’ঘটিকা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলবে।

শেয়ার করুন