সাইবার থানা স্থাপিত হচ্ছে ঢাকায়

প্রতীকী ছবি

দেশের রাজধানী ঢাকায় স্থাপিত হচ্ছে সাইবার থানা। সারা দেশের ভুক্তভোগী অনলাইনের মাধ্য এ সাইবার থানায় অভিযোগ দায়ের করতে পারবেন।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মালিবাগের কার্যালয়ে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর এসব তথ্য জানান।

আরো পড়ুন : মুফতি ওবায়দুল হক নঈমীর ইন্তেকাল
আরো পড়ুন : পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

তিনি বলেন, ‘সিআইডি একটি সাইবার থানা স্থাপন করবে। ‍এটি ঢাকায় থানাটি স্থাপন করা হলেও সারা দেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।’

সিআইডি প্রধান বলেন, ‘সিআইডির তদন্তকে আগের চেয়ে গতিশীল করার কাজ চলছে। এর আগে মামলাগুলোর ক্ষেত্রে ৬০ বা ৭০ শতাংশ মৌখিক স্বীকারোক্তির ওপর নির্ভর করতে হতো সিআইডিকে। কিন্তু এখন ৬০ থেকে ৭০ শতাংশ ফরেনসিক সাক্ষ্যের ওপর নির্ভর করার চেষ্টা চলছে।’

শেয়ার করুন