চৈত্র সংক্রান্তি আজ, বিদায় ১৪২৩

ঋতুরাজ বসন্তের শেষ দিন আজ। আজ চৈত্র সংক্রান্তি। বিদায় ১৪২৩ বাংলা। আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমাদের সামনে হাজির হবে আরো একটি নতুন বছর ১৪২৪ সাল। শুভ নববর্ষ। পুরনোকে ধুয়ে-মুছে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত আপামর বাঙালি। দেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রামসহ সারা দেশ সেজেছে নতুন সাজে। তিন পার্বত্য জেলাজুড়ে চলছে বর্ণিল উৎসব। রঙ-বেরঙের পোষাকে জলকেলি ফুলভাসা অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করবে পাহাড়ের বাঙালি। আর চট্টগ্রামের ডিসি হিল এবং সিআরবি শিরিষতলায় প্রাণের উৎসবে মেতে উঠবে নগরবাসি।

চৈত্র সংক্রান্তিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে লোকোৎসব। দিনটিকে ঘিরে লোকাচার অনুসারে নানা ক্রিয়াকর্ম করে থাকে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ। তবে প্রধানত সনাতন ধর্মাবলম্বীরা এটি নানা আড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পালন করে।

কালক্রমে বাঙালির সংস্কৃতিতেও কম বেশি লেগেছে বদলের বাতাস। একসময় গ্রামবাংলায় চৈত্র সংক্রান্তিকে ঘিরে আচার-অনুষ্ঠানের অন্ত ছিল না। চৈত্র সংক্রান্তির মেলা উপলক্ষে গ্রামাঞ্চলের গৃহস্থরা মেয়ে-জামাইকে সমাদর করে বাড়ি নিয়ে আসতো। অবস্থা সম্পন্ন গৃহস্থরা সবাইকে নতুন জামা-কাপড় দিতো এবং খাবার-দাবারের আয়োজন করতো। সেই সংস্কৃতি এখন মূলত বছরের প্রথম দিনটিকে ঘিরেই।

এরপরও বাংলা সনের শেষ দিনটিতে আজ চৈত্র সংক্রান্তির মেলা ও নানা পর্ব গ্রামবাংলায় যে একেবারেই হচ্ছে না তাও নয়। চৈত্র সংক্রান্তির আনুষ্ঠানিকতার মধ্যদিয়েই মূলত বর্ষবরণের উত্তাপ ছড়ায় দেশজুড়ে।

১৪২৪-কে স্বাগত জানাতে এখন উন্মুখ বাঙালি। বৈশাখকে বরণ করার জন্য চলছে সাজগোজ আর ধোয়ামোছা। চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে দেশের দ্বিতীয় চট্টগ্রামসহ বিভিন্ন প্রান্তে বসছে বৈশাখীমেলা। দোকানপাট ধুয়ে-মুছে বিদায়ী বছরের সব জঞ্জাল, অশুচিতাকে দূর করাও চলছে সমাতালে। লাল মলাটের হালখাতা নিয়ে নতুন বছরের অপেক্ষায় ব্যবসায়ীরা। পুরনো বছরের হিসাব-নিকাশ ঘুচিয়ে ফেলে ক্রেতার সঙ্গে নতুন সম্পর্ক তৈরিতে চলে মিষ্টিমুখ।

শেয়ার করুন