
চট্টগ্রাম : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হয়েছেন হত্যা মামলার আসামী মো. ফরহাদ হোসেন রুবেল। এ বিষয়ে কারা কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করার পর কারাগারে তল্লাশী চালিয়েছে পুলিশ। পাগলা ঘন্টা বাজিয়েছে কারা কর্তৃপক্ষ। গত ৯ ফেব্রুয়ারি একটি হত্যা মামলায় কারাবরণ করেন রুবেল। তার বাড়ি নরসিংদীর রায়পুরায়।
শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় কারাগারের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ বন্দীকে আশা করছি রাতের মধ্যেই খুঁজে বের করা সম্ভব হবে।
তথ্য বলছে, এর আগে ২০১৮ সালে একই আসামী রুবেল কারাবরণ করেন। ওই সময়ে দুইবার কারাগারের ড্রেনে ও ছাদে আত্মগোপন করেন তিনি। সেসময় ব্যাপক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে কারা কর্তৃপক্ষ।
আরো পড়ুন : ইঞ্জিনিয়ার আলী আশরাফের ইন্তেকাল
আরো পড়ুন : চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে ভোগান্তি ছাড়াই মিলছে সেবা
নগরীর কোতোয়ালী থানায় জিডি করেছেন উল্লেখ করে চট্টগ্রাম কারাগারে সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘শনিবার (৬ মার্চ) ভোর ৬টা থেকে তালামুক্ত করার পর ফরহাদ হোসেন ওরফে রুবেল নামে এক হাজতিকে পাওয়া যাচ্ছে না। যার হাজতি নম্বর ২৫৪৭/২১। তিনি গত ৯ ফেব্রুয়ারি সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানায়।’
সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের ‘পানিশমেন্ট’ ওয়ার্ডে হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলসহ অন্য আসামিদের রুমে তালাবদ্ধ করে দেয় কারা কর্তৃপক্ষ। কিন্তু শনিবার ভোর ৬টায় যখন আবার কক্ষের তালা খোলা হয় তখন হাজতিদের রোলকল করা হয়। তখনই সন্ধান মিলছিল না রুবেল নামের ওই হাজতির। কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্যেও তালাবদ্ধ একটা ভবন থেকে একজন হাজতির হঠাৎ উধাও হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে কারা অভ্যন্তরে। কারা অভ্যন্তরেই ওই হাজতি লুকিয়ে থাকতে পারে ধারণা করে সেখানে ব্যাপক তল্লাশি চালাচ্ছে কারা কর্তৃপক্ষ।