পথে পথে মানুষের ঢল, ফেরিতে গাদাগাদি!

পথে পথে মানুষের ঢল, ফেরিতে গাদাগাদি।

ঢাকা: পথে পথে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। যাত্রীবাহি বাস না চললেও দলবেঁধে পায়ে হেটে ঢাকামুখী হচ্ছে গার্মেন্টসে চাকরিজীবিরা। এক চিলতে জায়গা ফাঁক নেই ফেরিতেও। পুলিশের চেকপোস্ট এড়িয়ে মোটরসাইকেল, বিভিন্ন ধরনের থ্রি-হুইলার ও পণ্যবাহী যানবাহনে চেপে ঢাকার দিকে যেতে দেখা গেছে।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকে লকডাউনে সব কার্যক্রম বন্ধ থাকা বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় রাজধানীমুখী পোশাক শ্রমিকদের ভিড় পরিলক্ষিত হয়।

অপরদিকে, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শনিবার দুপুরে গাদাগাদি যাত্রী নিয়ে আসা ফেরির আরোহীদের অনেকেই কারখানা শ্রমিক বলে জানা গেছে।

পোশাক কারখানা খোলার সিদ্ধান্ত নেওয়ার আগে যানবাহন চলাচলের বিষয়টি সুরাহা না করায় ক্ষোভ প্রকাশ করেছেন পোশাক শ্রমিকরা।

​শ্রমিকরা জানান, পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে কর্তৃপক্ষ শ্রমিকদের ১ আগস্ট উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে। এ কারণে বৃষ্টি আর লকডাউন উপেক্ষা করেই তাদের রাজধানীমুখী হতে হচ্ছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, রোববার থেকে গার্মেন্টস ও কলকারখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ফলে শনিবার সকাল থেকে হাজার হাজার যাত্রী গন্তব্যে ফিরতে ঘাটে ভিড় করে।

শেয়ার করুন