আরও ২৪ কোটি ভ্যাকসিন আসবে: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: আগামী ২০২২ সালের মার্চের মধ্যে কোভ্যাক্সের অধীনে ২৪ কোটি ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে গার্মেন্টস কর্মী সুরক্ষা বিষয়ে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক ইনক্লুসিভ কনফারেন্স শেষে সংবাদমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।

দ্রুত সময়ের মধ্যে দেশে টিকা উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে বলেও জানান মন্ত্রী।

সংসদে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত সাড়ে ১৬ কোটি ডোজ টিকার আদেশ দেওয়া হয়েছে। কোভ্যাক্স থেকে বিনামূল্যে আসবে সাড়ে ৭ কোটি ডোজ টিকা।

শেয়ার করুন